• রাজপুর-সোনারপুর পুর এলাকায় গ্যাস সরবরাহের পাইপ বসানোর কাজ শুরু
    বর্তমান | ১৯ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: বাড়ি বাড়ি পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ করতে পরিকাঠামো তৈরির কাজ শুরু হল দক্ষিণ ২৪ পরগনায়। প্রথম ধাপ হিসেবে মূল রাস্তায় পাইপ বসানোর কাজ শুরু করেছে বেঙ্গল গ্যাস কর্তৃপক্ষ। রাজপুর সোনারপুর পুরসভা কর্তৃপক্ষকে এই বিষয়ে চিঠি দিয়েছে তারা। প্রথম দফায় পুর এলাকার পিডব্লুডি আওতাধীন যেসব রাস্তা রয়েছে, সেগুলিই খুঁড়ে এই পাইপ বসানো হবে। সেই কাজই ইতিমধ্যে কামালগাজি বাইপাস দিয়ে, হরিণাভি হয়ে হরহরিতলায় শুরু হয়েছে। এই ধাপের কাজ শেষ হলেই পুরসভার অলিগলি ও অন্যান্য রাস্তাঘাটেও পাইপলাইন বসানো হবে বলে খবর।

    চেয়ারম্যান পল্লব দাস বলেন, এই কাজ নিয়ে আমাদের আগেই চিঠি দেওয়া হয়েছিল। যেহেতু রাস্তাটি পিডব্লুডি দেখাশোনা করে, তাই তাদের অনুমতি নিয়েই খোঁড়াখুঁড়ি করছে বেঙ্গল গ্যাস কর্তৃপক্ষ। আমাদের নিয়ন্ত্রণাধীন রাস্তায় পাইপলাইন বসানোর আগে আবারও একবার বৈঠক হবে। তবে এই জেলায় আর কোন কোন জায়গায় এই পাইপলাইন বসানোর কাজ হবে, তা এখনও সম্পূর্ণভাবে ঠিক হয়নি। জেলা প্রশাসনের কাছেও এখনও এ বিষয়ে সম্পূর্ণ তথ্য নেই বলে জানা গিয়েছে। তাদের দাবি, পুরোটাই বেঙ্গল গ্যাস কর্তৃপক্ষ স্থানীয় পুর প্রশাসনের সঙ্গে যোগাযোগ করে করছে। এখন শুধু পাইপলাইন বসানোর কাজ শুরু হয়েছে। পরবর্তী পরিকল্পনা কী হবে, বৈঠক তো হবেই। - নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)