• আর জি কর: কলকাতা ও শহরতলিজুড়ে মিছিল
    বর্তমান | ১৯ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বরানগর: আর জি করে খুন হওয়া চিকিৎসকের বিচারের দাবিতে রবিবারও উত্তাল কলকাতা। টলিউডের অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ এদিন পথে নামেন। শহরের পাশাপাশি শহরতলির নানা প্রান্তেও ছিল একই চিত্র। জাতীয় সড়ক, বিটি রোড অবরোধ করে প্রতিবাদে সরব হন বিক্ষোভকারীরা। মশাল ও মোমবাতি জ্বেলে অপরাধীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত রাস্তায় থাকার শপথও নেওয়া হয় বিভিন্ন জায়গায়।

    এদিন খান্না থেকে শ্যামবাজার পর্যন্ত টলিউডের অভিনেতা-অভিনেত্রীরা মিছিল করেন। যাদবপুর এইট বি মোড়েও বিক্ষোভ চলে।  অন্যদিকে দোষীদের শাস্তির দাবিতে বারাসতের কলোনি মোড়ে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয়। বনগাঁ শহরে মশাল মিছিল করা হয়। বারুইপুরে মোমবাতি মিছিলে পা মেলান শয়ে শয়ে মানুষ। এদিন বৃষ্টিকে উপেক্ষা করে খুন হওয়া ছাত্রীর শহর সোদপুরের বিক্ষোভ মিছিলে মানুষের ঢল নামে। বেলঘরিয়া উচ্চ বিদ্যালয় ও বেলঘরিয়া মহাকালী গার্লস হাইস্কুলের প্রাক্তন ছাত্র-ছাত্রী ও শিক্ষক-শিক্ষিকা বিক্ষোভ মিছিলে অংশ নেন। দীর্ঘসময় স্তব্ধ থাকে বিটি রোড। বরানগরের ক্রীড়াপ্রেমীরাও বিক্ষোভ কর্মসূচি করেন। মিছিল থেকে চিকিৎসক খুনের কাণ্ডে অপরাধীদের শাস্তি ও ফুটবল সমর্থকদের উপর পুলিসি নির্যাতনের প্রতিবাদ জানানো হয়। একইভাবে শহরতলির বিভিন্ন জেলার সাধারণ মানুষ প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন। এই বিক্ষোভ কর্মসূচির জেরে যান চলাচলে বিঘ্ন ঘটায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হন।
  • Link to this news (বর্তমান)