• কলেজের প্রতিষ্ঠা দিবস পালন
    দৈনিক স্টেটসম্যান | ১৯ আগস্ট ২০২৪
  • সমগ্ৰ রাজ্যের নিরিখে উত্তর চব্বিশ পরগনা জেলার মেয়েদের কলেজের মধ্যে প্রথম সারিতে যে কয়েকটি কলেজের নাম উঠে আসে তারমধ্যে অন্যতম দক্ষিণেশ্বর হীরালাল মজুমদার মেমোরিয়াল কলেজ ফর উইমেন। যার পথ চলা শুরু হয় ১৯৫৯ সালে। দীর্ঘ পথ অতিক্রম করে ৬৫ তম বর্ষে পদার্পণ করল এই কলেজ।

    এখানে নিয়মিত কলা, বিজ্ঞান ও বাণিজ্য শাখায় পঠন পাঠনের পাশাপাশি মেয়েদের আত্মরক্ষা সহ কর্মসংস্থানেরও প্রশিক্ষণ দেওয়া হয়। সম্প্রতি ন্যাকের মূল্যায়ণে এই কলেজ ‘ এ প্লাস ’ মর্যাদা লাভ করে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষে গত ১৪ই আগষ্ট কলেজের নিজস্ব সভাগৃহে পালিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান । অংশ গ্রহণ করে কলেজের ছাত্রীরা সহ শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মীরা। তার আগে কলেজে হয় বৃক্ষরোপণ কর্মসূচি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজের সভাপতি তথা বিধায়ক মদন মিত্র, অধ্যক্ষা ডঃ সোমা ঘোষ সহ বহু বিশিষ্ট ব্যক্তিরা।

  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)