• নৌকার ওপর ঝাঁপিয়ে পড়ে একজনকে টেনে নিয়ে গিয়েছিল বাঘ, তখন অন্য ২ জন যা করলেন…
    হিন্দুস্তান টাইমস | ১৯ আগস্ট ২০২৪
  • সুন্দরবনে ফের কাঁকড়া ধরতে গিয়ে বাঘের হামলার মুখে মৎস্যজীবী। শনিবার সুন্দরবনের চামটার জঙ্গলে বাঘের হামলার মুখে পড়েন গৌর মণ্ডল নামে এক মৎস্যজীবী। তাঁর সঙ্গে থাকা অন্য ২ জন বাঘের সঙ্গে লড়াই করে গৌরবাবুকে উদ্ধার করে আনেন। কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ওই মৎস্যজীবী।


    পড়তে থাকুন - মুখ্যমন্ত্রী কি জনগণকে ভয় পাচ্ছেন? নিষেধাজ্ঞার শহরে প্রশ্ন তুললেন কন্যাহারা পিতা

    জানা গিয়েছে, শনিবার ভোরে ২ বন্ধু মনোরঞ্জন মিস্ত্রি ও ঝন্টু মণ্ডলের সঙ্গে কাঁকড়া ধরতে বেরিয়েছিলেন ছোটমোল্লাখালির কালিদাসপুরের বাসিন্দা বছর পঞ্চাশের গৌরবাবু। চামটার জঙ্গলে খালের ভিতর নৌকা চালাচ্ছিলেন তিনি। তিনি ছিলেন নৌকার পিছন দিকে। তখনই হঠাৎ তাঁর ওপরে ঝাঁপিয়ে পড়ে একটি বাঘ। নৌকা থেকে পড়ে যান গৌরবাবু। এর পর তাঁকে টেনে পাড়ে নিয়ে যাওয়ার চেষ্টা করতে থাকে বাঘটি।

    গৌরবাবুকে জলে পড়ে যেতে দেখেই জলে ঝাঁপ দেন তাঁর ২ সঙ্গী। বাঁশ ও বৈঠা নিয়ে বাঘের সঙ্গে লড়াই শুরু করেন তাঁরা। প্রায় ১০ মিনিট বাঘে মানুষে লড়াইয়ের পর রণে ভঙ্গ দেয় বাঘ। জঙ্গলের ভিতরে পালায় সে। এর পর তাঁকে নৌকায় করে গ্রামে নিয়ে আসেন মনোরঞ্জন ও ঝন্টুবাবু। তাঁকে ছোট মোল্লাখালি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কলকাতায় স্থানান্তরের পরামর্শ দেন চিকিৎসকরা। এর পর তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গৌরবাবুর মাথায় ও ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে বলে জানা গিয়েছে।


    সুন্দরবনে কাঁকড়া ধরতে গিয়ে বাঘের মুখে পড়ার ঘটনা নতুন কিছু নয়। তবে যে ভাবে হিংস্র প্রাণীর সঙ্গে লড়াই করে ২ সঙ্গী গৌরবাবুকে উদ্ধার করে এনেছেন তা সব সময় ঘটে না।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)