‘বয়ফ্রেন্ডের সঙ্গে বেড়াতে চলে যাচ্ছেন ডাক্তাররা, রোগী মারা গেলে কিন্তু…'
হিন্দুস্তান টাইমস | ১৯ আগস্ট ২০২৪
আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় সুবিচারের দাবিতে দেশ জুড়ে বিভিন্ন হাসপাতালে কর্মবিরতি চালাচ্ছেন চিকিৎসক ও চিকিৎসাশাস্ত্রের পড়ুয়ারা। এবার তাদের খোলা মঞ্চ থেকে হুমকি দিলেন বাঁকুড়ার তৃণমূলি সাংসদ অরূপ চক্রবর্তী। তাও আবার আরজি করের ঘটনায় দোষীর ফাঁসির দাবিতে আয়োজিত দলীয় সভা থেকে।
পড়তে থাকুন - মুখ্যমন্ত্রী কি জনগণকে ভয় পাচ্ছেন? নিষেধাজ্ঞার শহরে প্রশ্ন তুললেন কন্যাহারা পিতা
রবিবার সন্ধ্যায় বাঁকুড়া শহরে আয়োজিত ওই সভায় অরূপবাবু বলেন, ‘আমার কাছে খবর আছে। বাঁকুড়া মেডিক্যাল কলেজে ডাক্তারবাবুরা ধরনার নাম করে বেড়াতে যাচ্ছেন। আমার কাছে খবর আছে। ধরনার নাম করে বাড়ি চলে যাচ্ছেন। গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়ে বেড়াতে চলে যাচ্ছেন। ডাক্তারিটা না করে। দয়া করে এসব করবেন না। আপনারা ডাক্তারি করতে এসেছেন, রাজনীতি করতে নয়। আপনারা ডাক্তারিটা করুন। বিনা চিকিৎসায় রোগীরা যদি মারা যেতে শুরু করে আপনাদের বিরুদ্ধে জনরোষ তৈরি হবে। গ্রামের মানুষ চলে আসবে হাসপাতালে হাসপাতালে। তখন কিন্তু আমরা রক্ষা করতে পারব না।’
এখানেই থামেননি তিনি। মঞ্চ থেকে নেমে তিনি বলেন, ‘হাসপাতালে রোগী মারা গেলে গণরোষ হবে। ডাক্তাররা যদি অবরোধের নাম করে বাড়ি চলে যায়। যদি বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যায়। তাহলে তো অটোমেটিক হবেই। রোগী যদি বিনা চিকিৎসায় হাসপাতালে মারা যায় তাহলে মানুষ কি ছেড়ে দেবে এখানে?’
অরূপবাবুর বক্তব্যে প্রতিক্রিয়া দিতে গিয়ে বাঁকুড়ার প্রাক্তন সাংসদ চিকিৎসক সুভাষ সরকার বলেন, ‘পৃথিবীতে কোনও গুন্ডামি চিরকাল চলতে পারে না। হিটলারকেও হার মানতে হয়েছিল। তাই এসব কথা না বলে ওনার উচিত রাজ্য সরকারকে বলা যে পুলিশ যে সব প্রমাণ লুকিয়ে রেখেছে সেগুলো সিবিআইয়ের হাতে তুলে দেওয়া উচিত।’