• নদী থেকে উদ্ধার আহত বিদেশি নাগরিক, হাতে পায়ে গভীর ক্ষতচিহ্ন
    বর্তমান | ১৯ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, কালনা: পূর্ব বর্ধমানের সমুদ্রগড়ে ভাগীরথী নদী থেকে আহত অবস্থায় উদ্ধার করা হল এক বিদেশি নাগরিককে। নাদনঘাট থানার পুলিশ ওই বিদেশিকে উদ্ধার করেছে। জানা গিয়েছে, ওই ব্যক্তি স্পেনের বাসিন্দা, নাম আলফারোজ। আপাতত তাঁকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানে ওটিতে তাঁর চিকিৎসা চলছে।

    পুলিস সূত্রে খবর, আলফারোজের শরীরে, বিশেষ করে হাতে ও পায়ে  ধারালো কিছু দিয়ে আঘাতের একাধিক ক্ষত চিহ্ন রয়েছে। যদিও আলফারোজের দাবি, তিনি নিজেই আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু কেন তিনি আত্মঘাতী হতে চেয়েছিলেন তা নিয়ে বিস্তারিত জানা যায়নি।

    পুলিসকে আলফারোজ জানিয়েছে, সে ইসকনের মায়াপুর মন্দিরে সেবাইতের কাজ করে। যদিও, মায়াপুর ইসকন মন্দিরের তরফে জানানো হয়েছে, এই ব্যক্তি মায়াপুর ইসকন মন্দিরে থাকে বলে তাঁদের কাছে কোনও তথ্য নেই। তবুও বিষয়টি নিয়ে খতিয়ে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে।
  • Link to this news (বর্তমান)