সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সোশাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে দুই চিকিৎসক ডা. কুণাল সরকার এবং ডা. সুবর্ণ গোস্বামীকে তলব করেছে কলকাতা পুলিশ। লালবাজারে হাজিরা দিয়েছেন তাঁরা। দুই অভিজ্ঞ কৃতী চিকিৎসককে পুলিশি তলবের বিরুদ্ধে লালবাজার অভিযান অন্যান্য চিকিৎসকদের। যা এই রাজ্যের ইতিহাসে বেনজির। লালবাজারের গেটের বাইরে জমায়েত করেছেন তাঁরা। শামিল হয়েছেন আইনজীবীরাও। যদিও চিকিৎসকদের এই অভিযানের সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। অবশেষে বেলা সাড়ে চারটে নাগাদ দুই চিকিৎসকই লালবাজার থেকে বেরিয়ে আসেন।
এক্স হ্যান্ডেলে তৃণমূল নেতা লেখেন, ‘ভুল পোস্ট করে বিভ্রান্তি ছড়ালে পুলিশ চিকিৎসককে ডাকতে পারবে না। বেসরকারি হাসপাতালে বিপুল টাকায় অপারেশনের পর ভেতরে থেকে যায় গজ। সরকারি হাসপাতালে এনে আবার অপারেশনে প্রাণ বাঁচে। সেই চিকিৎসক গ্রেপ্তার হননি কেন? মিডিয়ার প্রমোট করা তৃণমূলবিরোধী বলে? নাগরিকসমাজ কী বলেন?’