২ চিকিৎসককে পুলিশের ডাক, মিছিল করে লালবাজারের পথে ডাক্তারদের দল
এই সময় | ১৯ আগস্ট ২০২৪
আরজি কর কাণ্ডে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন একাধিক বিশিষ্ট ব্যক্তিত্ব। এদিকে ভুয়ো তথ্য ছড়ানো থেকে বিরত থাকার জন্য বারবার পুলিশের তরফে সতর্ক করা হচ্ছে। বিভ্রান্তিকর তথ্য পোস্ট করলে কড়া পদক্ষেপ করা হবে, জানিয়েছিল পুলিশ।আরজি কর নিয়ে সোশ্যাল মিডিয়ায় গুজব ছড়ানোর অভিযোগে শহরের দুই বিশিষ্ট চিকিৎসক কুণাল সরকার এবং সুবর্ণ গোস্বামীকে সোমবার তলব করেছে লালবাজার। তাঁদের তলব করার বিরুদ্ধে প্রথম থেকেই সোচ্চার হয়েছিলেন অন্যান্য চিকিৎসকরা। এ দিন মেডিক্যাল কলেজ থেকে লালবাজার পর্যন্ত এই দুই চিকিৎসককে সঙ্গে নিয়ে মিছিলের ডাক দেন তাঁর সহকর্মীরা। যতক্ষণ না পর্যন্ত এই দুই চিকিৎসক লালবাজার থেকে বার হচ্ছেন, ততক্ষণ বাইরে থাকবেন তাঁরা, এমনই পরিকল্পনা।
এ দিন চিকিৎসক কুণাল সরকার বলেন, 'আমরা ৩১ বছরের একজন সতীর্থকে চিরতরে হারিয়েছি। এই গ্ল্যানি মুছে যায়নি। আমরা তদন্ত চাইছি। তবে মনে রাখতে হবে সমাজের প্রতি আমাদের একটা দায়িত্ব রয়েছে। রাজ্যের মানুষের কাছে আমাদের দায়িত্ব রয়েছে। এখন ডাক্তারদের একসঙ্গে আসতে হবে। পারস্পরিক আলোচনা করতে হবে। একতরফা বলে যাওয়ার সময় এটা নয়!’
অন্যদিকে, চিকিৎসক সুবর্ণ গোস্বামী বলেন, ‘আরজি করে এই ঘটনার আগে থেকেই আমরা সংশ্লিষ্ট হাসপাতালের বিভিন্ন অব্যবস্থা নিয়ে প্রতিবাদ করে এসেছি। ৯ অগস্টের ঘটনাটি প্রথম থেকেই ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা কোনও ভুল তথ্য ছড়ায়নি। আমাদের তরফে কোথাও নির্যাতিতার নাম সামনে আসেনি, যা আরজি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ করেছিলেন।' এদিকে এ দিন ফিয়ার্স লেন পুলিশে ছয়লাপ ছিল। ব্যারিকেড করে কিছু রাস্তা আটকে দেওয়া হয়।
পাশাপাশি সোমবার পথে নেমে প্রতিবাদ করেন কলকাতা হাইকোর্টের আইনজীবীরাও। দোষীদের শাস্তির দাবিতে মিছিল করেন তাঁরাও। আরজি করে জুনিয়র ডাক্তারদের পাশে দেখা যায় ১৯৬৪ সালে পাশ করা চিকিৎসকদের। এই ঘটনায় দোষীদের শাস্তির দাবি করেছেন তাঁরা।