• আরজি কর কাণ্ডে সুবিচারের দাবিতে সরব নারীদের পোশাক নিয়ে কুরুচিকর মন্তব্য উদয়নের
    হিন্দুস্তান টাইমস | ১৯ আগস্ট ২০২৪
  • আরজি কর মেডিক্যালে নির্যাতিতার বিচারের দাবিতে আন্দোলনরত মহিলাদের পোশাক নিয়ে কুরুচিকর মন্তব্য করলেন মমতা মন্ত্রিসভার উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। রবিবার ওই ঘটনায় দোষীদের ফাঁসির দাবিতে আয়োজিত তৃণমূলের সভায় মন্ত্রী বলেন, ‘টিভিতে যাতে দেখা যায় সেজন্য মহিলারা জিন্স প্যান্ট পরে আন্দোলন করছেন।’

    রবিবার দিনহাটা ২ ব্লকে তৃণমূলের সভায় বক্তব্য রাখতে গিয়ে উদয়ন বলেন, ‘গ্রামে মদের ঠেক বা লটারির দোকানের বিরুদ্ধে যখন আন্দোলন হয়, তখন গ্রামের সাধারণ মহিলারাই আন্দোলন করেন। কোনও জিন্স প্যান্ট পরিহিতা সেখানে আন্দোলন করেন না। তাই আন্দোলন কোনও টিভিতে দেখা যায় না। তারা সেসব আন্দোলনই করেন যেগুলো টিভিতে দেখা যায় বা ইংরেজি পত্রিকায় ওঠে। শুধু মৃত মানুষের জন্য আন্দোলন না করে যে সমস্ত জিনিস জীবিত মানুষকেও ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে, অর্থাৎ লটারি বা মদ, তার বিরুদ্ধেও আন্দোলন গড়ে তুলুন।'

    নিজের বক্তব্যের জন্য সব সময়ই আলোচনার কেন্দ্রে থাকেন উদয়নবাবু। এবার সরাসরি মহিলাদের পোশাক নিয়ে প্রশ্ন তুললেন তিনি। টিভিতে মুখ দেখানোর জন্য আন্দোলনকারী মহিলারা জিন্স প্যান্ট পরছেন বলে মন্তব্য করলেন তিনি।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)