• ‘‌আর কোনও অভয়ার যেন এমন পরিণতি না হয়’‌, রাখিবন্ধন দিয়েই বিচার চান চিকিৎসকরা
    হিন্দুস্তান টাইমস | ১৯ আগস্ট ২০২৪
  • আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় দোষীদের শাস্তির দাবিতে রাজ্যজুড়ে পথে নেমেছে তৃণমূল কংগ্রেস। এখন এই নারকীয় ঘটনার বিরুদ্ধে আন্দোলন চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। তাতে বিপাকে পড়ছেন রোগীরা। এই আবহে আজ, সোমবার রাজ্যজুড়ে পালিত হচ্ছে রাখিবন্ধন উৎসব। শিলিগুড়ি পুরনিগম ও শিলিগুড়ি পুলিশ কমিশনারেট রাখিবন্ধন পালন করে। আন্দোলনরত চিকিৎসকরা আজ, সোমবার রোগীর আত্মীয়স্বজন থেকে শুরু করে হাসপাতালের কর্মীদের হাতে রাখি পরিয়ে দিলেন মহিলা চিকিৎসকরা। এই ছবি দেখা যায় বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে।

    আজ রাখির দিনে বোনেদের–দিদিদের রক্ষা করার দায়িত্ব নিতে হবে ভাই–দাদাদের। আর তাই সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, ‘‌ভাই–বোনের সম্পর্কের পবিত্র এই বন্ধনকে কোনও অশুভ শক্তি যেন কাটতে না পারে। আসুন সুরক্ষা, ভালবাসা, স্নেহ এবং শ্রদ্ধার এই বন্ধনে একে অপরকে আগলে রাখার অঙ্গীকারে আবদ্ধ থাকি সবাই।’‌ এই বার্তা আজ অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাখিবন্ধন উৎসবে আজ মানব বন্ধনে সামিল হয় কলকাতা মেডিক্যাল কলেজ। নির্যাতিতার প্রতীকী মূর্তির হাতে রাখি পরিয়ে একে অপরের হাত ধরে মানব বন্ধন করেন আন্দোলনরত ডাক্তারি পড়ুয়ারা। মেডিক্যাল কলেজ চত্বরে শুধু জুনিয়র ডাক্তার নয়, নার্স, সিনিয়র ডাক্তার, রোগীর পরিবারের লোকেরা ছিলেন। তাদের সঙ্গে হাতে হাত মেলান। বিক্ষোভরত ডাক্তারি ছাত্রদের বক্তব্য, ‘‌ন্যায়বিচারের প্রতিবাদের স্বরূপ আজকের রাখির উৎসবকে মানব বন্ধনে পালন করা হল।’‌

    এই ঘটনার প্রতিবাদে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে রাস্তায় নেমেছিলেন। দোষীর ফাঁসি চাই স্লোগান তুলেছিলেন। আর আরজি কর হাসপাতালের ঘটনায় আন্দোলনকে সমর্থন করেও কাজে ফিরতে অনুরোধ করেছিলেন চিকিৎসকদের। তারপরও লাভ হয়নি। আর আজ রাখিবন্ধন উৎসবে কলকাতার রাজপথে চিকিৎসকরা একে অপরকে রাখি পরিয়ে ঐক্যের বার্তা দেন। এই বিষয়ে চিকিৎসক পবিত্র মণ্ডল বলেন, ‘‌একজন অভয়াকে বাঁচাতে পারিনি। আর কোনও অভয়ার যেন এমন পরিণতি না হয়। সেদিকে খেয়াল রাখতে হবে। আজ রাখিবন্ধন করে যেমন শপথ নিয়েছি অভয়াদের বাঁচাতে তেমন মানববন্ধন করে প্রতিবাদও জানিয়েছি।’‌

    যদিও পাঁচদিন কেটে গেলেও সিবিআই তদন্ত এখন প্রশ্নের মুখে। কারণ কোনও গ্রেফতার হয়নি। বড় কোনও তথ্যপ্রমাণও সামনে নিয়ে আসতে পারেননি তদন্তকারীরা। এতে এখন পরিস্থিতি জটিল হতে পারে। আজ চিকিৎসকরা পুলিশের হাতে রাখি পরিয়ে দেন। পাল্টা পুলিশও তা করেন। পুলিশ কর্মীদের সঙ্গে রাখিবন্ধন উৎসব পালন করলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক অভিনেত্রী লাভলী মৈত্র। সোনারপুর থানার আইসি–সহ অন্যান্য পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে দেন তিনি। মিষ্টিমুখও করান। তাঁর বক্তব্য, ‘‌পুলিশের জন্যই আমরা নিরাপদে থাকতে পারি। উৎসবের সময় পুলিশকর্মীরা তাঁদের বাড়িতেও যেতে পারেন না। তাই প্রত্যেকবছরই থানার পুলিশ কর্মীদের সঙ্গে এই রাখিবন্ধন উৎসব পালন করি।’‌
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)