তবে কি আইন ব্যবস্থায় ভরসা নেই অভিষেকের? প্রশ্ন তুলে দিল ফিরহাদের মন্তব্য
হিন্দুস্তান টাইমস | ১৯ আগস্ট ২০২৪
দেশে আইনের শাসনের ওপর কি ভরসা রাখতে পারছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়? রাখীবন্ধন অনুষ্ঠানের দিন এই প্রশ্ন উঠল তাঁরই দলের অন্যতম শীর্ষনেতা ফিরহাদ হাকিমের মন্তব্যে। এদিন আরজি কর কাণ্ডে ধৃত অভিযুক্তের এনকাউন্টারের যে দাবি অভিষেক তুলেছিলেন তা খারিজ করেন ফিরহাদ। বলেন, আমাদের সবাইকে আইনের ওপরেই ভরসা রাখতে হবে।
ফিরহাদ বলেন, ‘যে কোনও ধরনের অপরাধের ক্ষেত্রেই এনকাউন্টার কখনোই সুরাহা হতে পারে না। দেশে যতক্ষণ আইন আছে, আদালত আছে ততক্ষণ তার উপরেই আমাদের ভরসা করতে হবে। আদালতের কাছে প্রার্থনা থাকবে যত শীঘ্র সম্ভব বিচার প্রক্রিয়া শেষ করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিন। যা দেখে পরবর্তীতে কেউ যেন এই ধরণের অপরাধ করার সাহস না পায়।’
গত ১১ অগাস্ট ডায়মন্ড হারবারে অভিষেক বলেন, ‘আইন আমাদের হাত বেঁধে রেখেছে। এই সব ঘটনা যারা ঘটায় তাদের সমাজে থাকার অধিকার নেই। কিন্তু দেশের আইন এমন যে আপনি কিছু করতে পারবেন না। শুনানি হবে, সাজা হবে, তার পর হয় ফাঁসি হবে নয় যাবজ্জীবন কারাদণ্ড হবে। কিন্তু যারা এই ঘটনাটা ঘটিয়েছে, সে পুলিশ, না ইঞ্জিনিয়ার, না খোলায়াড়, না রাঁধুনি.... একটা ধর্ষকের তো কোনও জাত হয় না। সে ধর্ষক। আমি মনে করি আইনসভায় এমন আইন আনা উচিত যে এই খুনি ও ধর্ষকদের ৭ দিনের মধ্যে এনকাউন্টার করে মারা উচিত।’
ফিরহাদের এদিনের মন্তব্যে প্রশ্ন উঠছে, তবে কি আইন ব্যবস্থায় অভিষেকের আস্থা নিয়ে প্রশ্ন তুলে দিতে চাইলেন তৃণমূলের মমতাপন্থী এই নেতা? বিশেষ করে রাজ্যে যখন তাদেরই সরকার ক্ষমতায় রয়েছে। আর আইন শৃঙ্খলা রাজ্যের নিয়ন্ত্রণাধীন বিষয়।