আরজি কর মেডিক্যালে মহিলা চিকিৎসককে খুন ও ধর্ষণের ঘটনায় কিছু তথ্য CBIকে পৌঁছে দিতে সোমবার বিধাননগরের সিজিও কমপ্লেক্সে পৌঁছন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তার পর থেকেই কুণাল সিবিআইকে কী তথ্য দিতে চলেছেন তা নিয়ে জল্পনা শুরু হয়েছে। এরই মধ্যে কুণালের সিজিও-যাত্রা নিয়ে বিস্ফোরক দাবি করলেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। তাঁর দাবি, পিসির পিছনে সিবিআইকে লাগাতে কুণালকে সিজিওতে পাঠিয়েছেন ভাইপো।
পড়তে থাকুন - মুখ্যমন্ত্রী কি জনগণকে ভয় পাচ্ছেন? নিষেধাজ্ঞার শহরে প্রশ্ন তুললেন কন্যাহারা পিতা
জগন্নাথবাবু বলেন, ‘কুণালবাবু নারদের ভূমিকা পালন করছেন। কুণাল ঘোষকে যিনি জেলে পুরেছিলেন তিনি আজ রাজ্য পুলিশের ডিজি। আর তখন মুখ্যমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেকের হাত ধরে কুণাল ঘোষের তৃণমূলে প্রত্যাবর্তন ঘটে। তার পর থেকে কুণাল ঘোষকে সবাই তৃণমূলের লোক বলেই জানে। কুণাল ঘোষ যদি আরজি করে সন্দীপ ঘোষের নেতৃত্বে হওয়া দুর্নীতি নিয়ে সরব জুনিয়ার ডাক্তারদের বক্তব্য যদি সিজিও কমপ্লেক্সে তুলতে যায় তাহলে বুঝতে হবে ভাইপো কুণাল ঘোষকে দিয়ে পিসির বিরুদ্ধে তথ্য সিবিআইকে পাঠাচ্ছে। ভাইপো পিসির বিরুদ্ধে সিবিআইকে সক্রিয় করছে।’
এদিন সিজিও কমপ্লেক্সে পৌঁছে কুণাল বলেন, ‘আমি নিজের কাজেই এসেছি সিবিআই দফতরে। তবে আরজি কর হাসপাতাল সংক্রান্ত বেশ কিছু তথ্য আমার হাতে তুলে দেয় পড়ুয়ারা। এই আবহে তারা বলেন, আমরা তো আর সেখানে গিয়ে কিছু নথি তুলে দিতে পারব না। আপনার যাতায়ত আছে। আপনি আমাদের হয়ে সেই তথ্য দিয়ে দিন। এর আগেও আমাকে অনেকে অনেক কিছু বলেছিল। তবে মৌখিক ভাবে বললে তো কিছু করা যায় না। এখন নথি হাতে এসেছে। এই জন্যে সিবিআই-এর হাতে তুলে দেব।'