• কেন বারবার দুর্ঘটনা রাঙাপানিতে? কারণ খুঁজতে পদক্ষেপ রেলের
    এই সময় | ২০ আগস্ট ২০২৪
  • দুর্ঘটনাস্থল একই। শিলিগুড়ির ফাঁসিদেওয়ার রাঙাপানি। একই জায়গায় একাধিকবার দুর্ঘটনার মুখে পড়তে হচ্ছে রেলকে। কেন একই জায়গায় দুর্ঘটনা ঘটছে? দুর্ঘটনাস্থল পরীক্ষা করার কাজ শুরু করল রেল।দু’মাস আগে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে দুর্ঘটনা ঘটে ফাঁসিদেওয়ার রাঙাপানি এলাকায়। এরপর সেই চটেরহাট রাঙাপানির মাঝে দু’বার মালগাড়ি লাইনচ্যুত হয়েছে। একই জায়গায় বারবার মালগাড়ি লাইনচ্যুত হওয়ার পর স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বারবার কেন দুর্ঘটনা ঘটছে? সংশ্লিষ্ট জায়গাতে রেল লাইন, সিগন্যালিং সিস্টেম বা অন্য কোনও ক্ষেত্রে সমস্যা রয়েছে কিনা। কী কারণে এমনটা হচ্ছে তা খতিয়ে দেখতে শুরু করেছে রেল।

    ইতিমধ্যেই গোটা এলাকায় সমীক্ষার কাজ শুরু হয়েছে। রেল লাইন ও সেখানকার পয়েন্ট সবটাই দেখা হচ্ছে। গত সপ্তাহের শুক্রবার রাতে নুমালিগড় থেকে চটেরহাটের দিকে যাওয়ার সময় তেলের মালগাড়ির দু'টি কোচ লাইচ্যুত হয়। কিছুদিন আগেও একটি মালগাড়ি লাইনচ্যুত হয়েছিল। এরপরই রেলের তরফে বিশেষ নজর ও গুরুত্ব দিয়ে বিষয়টি দেখা শুরু হয়েছে। রবিবার এলাকায় যান উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিআরএম সুরেন্দ্র কুমার। সেখানে রেল আধিকারিক ও রেল কর্মীদের সঙ্গে কথা বলেন তিনি। বিষয়টি খতিয়ে দেখে কারণ খোঁজা হচ্ছে বলে জানান। ঘুরে দেখেন লাইনচ্যুত হওয়ার জায়গা।

    জানা গিয়েছে, ওই এলাকায় তেল শোধনাগার কেন্দ্রের দিকে দু'টি লাইন রয়েছে। সেই লুপ লাইনের মেরামতির জন্য তেল শোধনাগার সংস্থা রেলকে টাকা দিয়ে থাকে। এরপরেও কেন দুর্ঘটনা ঘটছে, তাই নিয়ে প্রশ্ন তুলছে তেল শোধনাগার সংস্থাও। দুর্ঘটনাস্থলে আশপাশে পুরো এলাকার সমীক্ষা করে সেখানে কোথাও কোনও ত্রুটি রয়েছে কিনা তা দেখা হচ্ছে বলে রেল সূত্রে খবর। উল্লেখ্য, গত ১৭ জুন আগরতলা থেকে শিয়ালদা যাওয়ার পথে দুর্ঘটনার কবলে পড়ে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। ট্রেনটিকে পিছন দিক থেকে একটি মালগাড়ি এসে ধাক্কা মারে। চারটি কামরা লাইনচ্যুত হয়। ঘটনায় ১০জনের মৃত্যু হয়। প্রশ্ন তোলা হয় রেলের সুরক্ষা ব্যবস্থা নিয়ে।
  • Link to this news (এই সময়)