মুখ্যমন্ত্রীর নামে সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর পোস্ট, গ্রেপ্তার কলেজ ছাত্রী
এই সময় | ২০ আগস্ট ২০২৪
এই সময়: সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে আপত্তিকর পোস্ট করার অভিযোগে এক তরুণীকে গ্রেপ্তার করল তালতলা থানার পুলিশ। ওই তরুণী বিকম দ্বিতীয় বর্ষের ছাত্রী। রবিবার রাতে লেক টাউনের বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।মুখ্যমন্ত্রীকে নিয়ে আপত্তিকর পোস্ট ছাড়াও আরজি কর হাসপাতালের নির্যাতিতা তরুণী চিকিৎসকের নাম-ছবিও ওই তরুণী সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছিলেন বলে পুলিশের দাবি।
লালবাজার সূত্রের খবর, আরজি কর হাসপাতাল সংক্রান্ত তিনটি পোস্ট করেন ওই তরুণী। এর মধ্যে দু’টি পোস্ট আরজি কর হাসপাতালের তরুণী চিকিৎসককে খুন এবং ধর্ষণ সংক্রান্ত। অন্যটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্র করে।
ওই পোস্টের কথা রবিবার বিকেলে এক্স হ্যান্ডেলে তুলে ধরেছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। বিকেলে তালতলার বাসিন্দা এক তৃণমূল কর্মী ওই তরুণীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন।
কলকাতা পুলিশের এক কর্তার বক্তব্য, ‘মুখ্যমন্ত্রীকে নিয়ে করা পোস্টটি উস্কানিমূলক এবং আপত্তিকর। ওই পোস্টের জেরে বিভিন্ন গোষ্ঠীর মধ্যে হিংসা ছড়ানোর সম্ভাবনা প্রবল। তাই রবিবার বিকেলে অভিযোগ পাওয়ার পরেই পদক্ষেপ করা হয়েছে।’
ধৃতের বিরুদ্ধে ধর্ষিতা তরুণীর পরিচয় সামনে আনা, মানহানি, অপরাধ সম্পর্কে ভুল তথ্য প্রকাশ-সহ একাধিক ধারায় মামলা রুজু করেছে পুলিশ।