পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য 'ঘুষ' নেওয়ার অভিযোগ, সাসপেন্ড ২ সিভিক
এই সময় | ২০ আগস্ট ২০২৪
ঘুষ নেওয়ার অভিযোগ, চাপড়া ডিআইবি অফিসে কর্মরত দুই সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করা হল। সম্প্রতি নদিয়ার চাপড়া থানার ডিআইবি অফিসে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য টাকা নেওয়ার অভিযোগ ওঠে লিটন মল্লিক এবং উজ্জ্বল শেখ নামক দুই সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে। গোয়ালডাঙার বাসিন্দা আকসার মণ্ডলের কাছে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য টাকা দাবি করেন তাঁরা, অভিযোগ এমনটাই। তিনি টাকা দিতে অস্বীকার করায় পাসপোর্টটি হয়নি বলেও অভিযোগ।এই অভিযোগ সামনে আসার পরে নড়েচড়ে বসে পুলিশ। কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (হেডকোয়ার্টার) মাকওয়ানা মিতকুমার জানান, এই দুই সিভিক ভলান্টিয়ারকে সাসপেন্ড করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে।
খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জেলা সফরে এসে জানিয়েছিলেন পাসপোর্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে সাধারণ মানুষকে যাতে কোনওভাবেই হয়রান না হতে হয় সেই দিকে প্রশাসনকে বিশেষ গুরুত্ব দিতে নির্দেশ দিয়েছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই অভিযোগ সামনে আসার পর নড়েচড়ে বসে প্রশাসন। উল্লেখ্য, আরজি কর কাণ্ডে এক সিভিক ভলান্টিয়ারকে গ্রেপ্তার করা হয়েছে। এরপরেই কড়া পদক্ষেপ করেছে লালবাজার। সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে তথ্য তলব করেছে কলকাতা পুলিশের সদর দপ্তর।
কলকাতা পুলিশের সমস্ত ইউনিটের অধীনে থাকা সিভিক ভলান্টিয়ারদের সম্পর্কে বিস্তারিত তথ্য চেয়ে পাঠানো হয়েছে। এক্ষেত্রে মূলত দুটি নির্দেশিকা দেওয়া হয়েছে লালবাজারের তরফে। প্রথমত, যে সমস্ত সিভিক ভলান্টিয়াররা কর্মরত রয়েছেন তাঁদের কোনও চারিত্রিক দোষের অভিযোগ রয়েছে কিনা। দ্বিতীয়ত, অতীতে কর্মরত সিভিক ভলান্টিয়ারের বিরুদ্ধে অপরাধমূলক কাজে জড়িত থাকার অভিযোগ রয়েছে কিনা।