নিম্নচাপে দুর্যোগের আশঙ্কা, বুধবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় লাগাতার বৃষ্টি?
আজ তক | ২০ আগস্ট ২০২৪
কলকাতা-সহ দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা। শক্তিশালী নিম্নচাপ তৈরি হতে পারে। যার জেরে দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সতর্কতা জারি। হাওয়া অফিসের পূর্বাভাস, বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়।
হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ বাংলাদেশ সংলগ্ন এলাকায় তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল, ঘূর্ণাবর্তের জেরে এই বৃষ্টি হবে। মঙ্গলবারের মধ্যে বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে এই নিম্নচাপ আরও শক্তিশালী হবে। তা সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। নিম্নচাপ তৈরি হওয়ার পরবর্তী ২৪ ঘণ্টায় তা আরও শক্তি বাড়িয়ে পশ্চিমবঙ্গের উত্তর-পশ্চিম দিকে এগোবে। তারপর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খণ্ডের দিকে এগিয়ে যাওয়ার কথা। ৩ দিনের মধ্যে তা ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকায় অবস্থান করবে। ফলে দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডেও প্রবল বৃষ্টিপাতের আশঙ্কা।
দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলোতে সোমবার অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বেশি বৃষ্টি হুগলি, উত্তর ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলাতে বেশি বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই।
মঙ্গলবার ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদীয়া জেলাতেও। বাকি জেলাগুলোতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা। বুধবারও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলাতে।
নিম্নচাপ কারণে সমুদ্রের উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে। ৫৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। মৎস্যজীবীদের জন্যও জারি সতর্কতা। মঙ্গলবার পর্যন্ত পশ্চিমবঙ্গ ও ওড়িশার মৎস্যজীবীদের সমুদ্রে যেতে বারণ করা হয়েছে।
উত্তরবঙ্গের ক্ষেত্রে সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা কালিম্পং এবং আলিপুরদুয়ার জেলায়। বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, মালদা এবং দুই দিনাজপুরে। তবে মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের সব জেলায়। বুধবার বৃষ্টির পরিমাণ কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং মালদা জেলায়।