• সন্দীপের আমলে RG করে কী কী জালিবাজি? তদন্তে SIT গঠন মমতার, দিলেন ‘ফ্রি-হ্যান্ড’
    হিন্দুস্তান টাইমস | ২০ আগস্ট ২০২৪
  • সন্দীপ ঘোষের আমলে আরজি কর হাসপাতালে কী কী আর্থিক অনিয়ম হয়েছে? তা খতিয়ে দেখতে চার সদস্যের বিশেষ তদন্তকারী দল ডেপুটি কমিশনার ইন্দিরা মুখোপাধ্যায়। তিনজনই আইপিএস অফিসার। সেইসঙ্গে তদন্তের জন্য সিটকে একেবারে 'ফ্রি-হ্যান্ড' দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার। আর সিট গঠনের এক মাসের রাজ্য সরকারের কাছে প্রথম রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

    গত ১৬ অগস্ট তারিখে গঠন করা হল।' আর ২০২১ সালেই সন্দীপকে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ হিসেবে যোগ দিয়েছিলেন।


    আর সিটকে একেবারে ‘ফ্রি-হ্যান্ড’ দেওয়া হয়েছে। নবান্নের তরফে বলা হয়েছে, ‘দ্রুত তদন্ত প্রক্রিয়া শেষ করার জন্য যে কোনও সরকারি দফতর এবং বেসরকারি এজেন্সির থেকে যে কোনও প্রয়োজনীয় নথি দেখতে পারে সিট।’ সেইসঙ্গে নবান্নের তরফে জানানো হয়েছে, যখন প্রয়োজন হবে, তখনই পুলিশ ডিরেক্টরেট বা কলকাতা পুলিশের থেকে অফিসার নিতে পারবে সিট।


    নবান্নের তরফে যে তারিখে সেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে, সেদিনই মাঝরাস্তা থেকে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের সদ্য প্রাক্তন অধ্যক্ষ সন্দীপকে তুলে নিয়ে গিয়েছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তারপর থেকে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং হত্যা মামলায় সন্দীপকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। যে ঘটনায় সন্দীপের দিকেও আঙুল উঠেছে। 

    অভিযোগ উঠেছে যে ধর্ষণ এবং খুনের ঘটনাকে প্রথমে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা করেছিলেন আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের অধ্যক্ষ। এমনকী সেই ঘটনায় এফআইআর দায়ের না করায় কলকাতা হাইকোর্টে তুমুল ভর্ৎসিত হয়েছেন। একটি মহলের তরফে তো তাঁকে অবিলম্বে গ্রেফতার করার দাবি তোলা হয়েছে।

    আরও পড়ুন: Mamata allegedly destroys rape evidence: ‘প্রমাণ ধ্বংস করছেন মমতা, ওঁনার মাথায়….’, RG করে ধর্ষণ নিয়ে উঠল বিস্ফোরক অভিযোগ
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)