সংবাদদাতা, বোলপুর: গত বছর লিভিং ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে কবিগুরুর কর্মতীর্থ শান্তিনিকেতন। ঠিক তার এক বছরের মাথায় শান্তিনিকেতনের মুকুটে নতুন পালক জুড়ল। ওয়ার্ল্ড হেরিটেজকে স্মরণীয় রাখতে সোমবার শান্তিনিকেতনের উপর বিশেষ কভার ও পোস্টকার্ড প্রকাশ করল ভারতীয় ডাক বিভাগ। এছাড়া এদিন রবীন্দ্রনাথকে নিয়ে প্রকাশিত সমস্ত ডাকটিকিট নিয়ে একটি বইও প্রকাশ করা হয়। যৌথভাবে বিশ্বভারতী ও ভারতের ডাক বিভাগ এই উপলক্ষ্যে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিল শান্তিনিকেতনের লিপিকা প্রেক্ষাগৃহে। সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন বিশ্ববিদ্যালয়ের পাঠভবন ও সঙ্গীত ভবনের পড়ুয়ারা। অনুষ্ঠান শেষে সংশ্লিষ্ট প্রেক্ষাগৃহে ডাক টিকিট, পোস্ট কার্ড নিয়ে প্রদর্শনীরও আয়োজন করেছিল ডাক বিভাগ।
এদিন অনুষ্ঠানে ভারতীয় ডাক বিভাগের পক্ষে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার, কলকাতা জোনের পোস্ট মাস্টার জেনারেল অশোক কুমার। বিশ্ববিদ্যালয়ের তরফে উপস্থিত ছিলেন রবীন্দ্রভবনের ডিরেক্টর অমল পাল, শান্তিনিকেতন হেরিটেজ সেলের কোঅর্ডিনেটর স্বাতী গঙ্গোপাধ্যায়, বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ সহ অন্যান্যরা। বিশ্বভারতীর রীতি ও ঐতিহ্য মেনে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। সমস্ত চিঠি, সামগ্রী, তথ্য নিয়ে শান্তিনিকেতন থেকে প্রতিদিন কলকাতার উদ্দেশ্যে একটি গাড়ি যাতায়াত করবে বলেও ডাক বিভাগ ঘোষণা করে। এরপর, ঐতিহ্যবাহী সিংহ সদনের ছবি দিয়ে ‹ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন› শীর্ষক কভার প্রকাশ করে ভারতীয় ডাক বিভাগ। পাশাপাশি, শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী উপাসনা গৃহ, উদয়ন, উদীচী, পুনশ্চ, শ্যামলী, কালোবাড়ি, তালধ্বজ ও চৈত্য এই আটটি বাড়ির ছবি সম্বলিত পোস্টকার্ডও এদিন প্রকাশ করা হয়। প্রসঙ্গত, অতীতে কবিগুরুর জীবনের নানা মুহূর্ত নিয়ে বহু ডাক টিকিট, পোস্ট কার্ড, কভার তৈরি করেছে ডাক বিভাগ। সেগুলি একত্রিত করে একটি বইও প্রকাশ করা হয়। একই সঙ্গে ‹ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতন› শীর্ষক একটি স্থায়ী স্ট্যাম্প তৈরি হল। যা শান্তিনিকেতন ডাকঘরে নিত্য ব্যবহৃত হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রাজ্যের মুখ্য পোস্ট মাস্টার জেনারেল নীরজ কুমার বলেন, ভারতীয়দের কাছে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর ও বিশ্বভারতীর গুরুত্ব অপরিসীম। কবিগুরুর আদর্শ ও ভাবনা যাতে দিকে দিকে ছড়িয়ে পড়ে সেই কাজে সর্বদা সচেষ্ট থাকবে ডাক বিভাগ। পোস্ট অফিস সংক্রান্ত কোনও কাজ যাতে থেমে না থাকে, সেজন্য রোজ শান্তিনিকেতন থেকে কলকাতার উদ্দেশ্যে ডাক বিভাগের গাড়ি যাতায়াত করবে।