স্বর্গলাভের উদ্দেশ্যে আত্মহত্যার চেষ্টা ভাগীরথীতে উদ্ধার ক্ষতবিক্ষত স্পেনের প্রৌঢ়
বর্তমান | ২০ আগস্ট ২০২৪
সংবাদদাতা, কালনা: সোমবার সকালে নাদনঘাট থানার জালুইডাঙার ভাগীরথী নদী থেকে ক্ষতবিক্ষত অবস্থায় এক বিদেশি কৃষ্ণপ্রেমী প্রৌঢ়কে উদ্ধার করা হয়। পুলিস তাঁকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। বিদেশির নাম আলভারো সানজ। বাড়ি স্পেনে। তিনি নবদ্বীপ থানার মায়াপুরের গোলক ভবনের আশ্রমিক। আশ্রমিক নাম অনাদি কৃষ্ণ। পুলিসের জেরায় তিনি জানিয়েছেন, তিনি ধারালো ছুরি দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। আপাতত তিনি কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। কালনার এসডিপিও রাকেশকুমার চৌধুরী বলেন, বিদেশি কেন আত্মহত্যার চেষ্টা করেছিলেন তার কারণ অনুসন্ধান করা হচ্ছে। হাসপাতাল সুপার গৌতম বিশ্বাস বলেন, শরীরের অনেক জায়গায় ক্ষত চিহ্নে বেশ কিছু সেলাই হয়েছে। অবজারভেশনে রেখে চিকিৎসা চলছে।
স্থানীয় ও পুলিস সূত্রে জানা গিয়েছে, সোমবার সকালে সাড়ে ন’টা নাগাদ সমুদ্রগড় জালুইডাঙা ভাগীরথী নদী দিয়ে এক ব্যক্তিকে টিউবে শরীর ডুবিয়ে হাত তুলে ভেসে যেতে দেখেন স্থানীয় বাসিন্দারা। তাঁরা চিৎকার করতেই নদীর পাড়ে থাকা সিভিল ডিফেন্সের কর্মীরা তাঁকে নদী থেকে উদ্ধার করে। পাড়ে এনে দেখা যায় তাঁর গলা সহ দুই হাত ও পায়ে ক্ষত চিহ্ন। সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছে। সেই অবস্থাতেও তিনি হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ জপছিলেন। কেউ কিছু জিজ্ঞাসা করলে একটাই উত্তর দিচ্ছিলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নাদনঘাট থানার পুলিস। তাঁকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করে। কালনা হাসপাতালে পৌঁছন এসডিপিও সহ পুলিস আধিকারিকরা। পুলিসের জেরায় বিদেশি জানান, তিনি ধারালো ছুরি দিয়ে শরীরে আঘাত করে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করছিলেন। কিন্তু কেন আত্মহত্যার চেষ্টা? মৃত্যুই মোক্ষলাভ এমন কোনও ধর্মীয় আধ্যাতিক তত্ত্ব, নাকি অন্য কিছু। উত্তর খুঁজছে পুলিস। স্থানীয় বাসিন্দা অনাথ হালদার বলেন, সম্ভবত নবদ্বীপ দিক থেকে ভাগীরথী নদী দিয়ে ভেসে যাচ্ছিলেন। সিভিল ডিফেন্সের কর্মীরা যখন তাঁকে উদ্ধার করে নদী পাড়ে নিয়ে আসেন তখন শরীরের হাত পা ও গলা দিয়ে রক্ত ঝরছিল। শারীরিক ভাবে দুর্বল ও যন্ত্রণাকাতর শরীরেও কৃষ্ণনাম জপে যাচ্ছিলেন। নিজস্ব চিত্র