দিনহাটায় আর জি কর ইস্যুতে দু’টি মিছিল ঘিরে উত্তেজনা
বর্তমান | ২০ আগস্ট ২০২৪
নিজস্ব প্রতিনিধি ও সংবাদদাতা: আর জি কর ইস্যুতে নির্যাতিতার বিচারের দাবিতে সোমবার সন্ধ্যায় দু’টি মিছিল হয় দিনহাটায়। সেই মিছিলকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায়। মিছিলে স্লোগান দেওয়াকে কেন্দ্র করে ঝামেলায় জড়িয়ে পড়ে দুই পক্ষ। মিছিলকারীরা স্লোগান দিতে চাইলে শাসকদলের ছাত্র সংগঠন টিএমসিপি’র কিছু কর্মীর বিরুদ্ধে মাইক কেড়ে নেওয়ার অভিযোগ ওঠে।
অরাজনৈতিক ব্যানারে ছাত্রছাত্রীদের মিছিল শহরের পাঁচমাথা মোড় পর্যন্ত যাওয়ার কথা ছিল। তবে পুরনো বাসস্ট্যান্ড মোড়ের সামনে ছাত্রীরা রাস্তায় বসে পড়েন। সেই সময় বাক্বিতণ্ডা চরমে ওঠে। মিছিল থেকে এক ব্যক্তিকে টেনে হিঁচড়ে নিয়ে যায় কিছু ছেলে। যদিও পুলিস তাঁকে উদ্ধার করে। ছাত্রীদের পক্ষ থেকে টিএমসিপি’র বিরুদ্ধে বাধা দেওয়ার অভিযোগ করা হয়। যদিও টিএমসিপি’র দাবি, শান্তিপূর্ণ মিছিল কে বা করা অশান্তির চেষ্টা করেছিল।
পড়ুয়াদের মিছিলের অন্যতম উদ্যোক্তা নাদির আজাদ বলেন, সন্ধ্যায় মিছিল শুরু হতেই ভিড় জমায় কিছু অযাচিত লোক। রাখিবন্ধন উৎসবের দিনে আর জি কর কাণ্ডে নির্যাতিতার বিচার, নিরাপদ নয় দিনহাটার মেয়েরা এমন স্লোগান দিতে গেলে মাইক কেড়ে নেওয়া হয়। মিছিলে থাকা রোহিত ইসলাম নামে একজনকে টেনে হিঁচড়ে নিয়ে যায় টিএমসিপি’র গুন্ডারা। এভাবে আমাদের মুখ বন্ধ করা যাবে না।
যদিও টিএমসিপি নেতা আমির আলম বলেন, শহরে একটা মিছিল হচ্ছিল। আমরাও মিছিল করছিলাম। দু’টি মিছিলই শান্তিপূর্ণ ভাবে হচ্ছিল। ওদের মিছিলে মদ্যপ অবস্থায় একটা ছেলে ঢুকে পড়ে বিরক্ত করছিল মেয়েদের। ওকে সরিয়ে দেওয়া হয়েছে।
ছাত্রছাত্রীদের রাত দখলের ডাকে এদিন পাল্টা মিছিল করে টিএমসিপিও। একই সময়ে টিএমসিপি মিছিল করে সংহতি ময়দান থেকে। একইস্থান থেকে দু’টি পক্ষের মিছিল শুরু থেকেই উত্তেজনা ছড়ায়। রাজ্য সরকারের বিরুদ্ধে ছাত্রীদের মিছিল শুরু হতেই প্রতিবাদ করে টিএমসিপি। পরে মহিলা পুলিস মেয়েদের কর্ডন করে মিছিল এগিয়ে নিয়ে যেতে থাকে। সামনের সারিতে কিছু ছেলে স্লোগান দিতে থাকে। মিছিল পুরনো বাসস্ট্যান্ড মোড়ে এলে বসে পড়েন ছাত্রছাত্রীরা। সেই সময় রোহিত ইসলাম নামে একজনকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হয়। পুলিস দ্রুত তাঁকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।
আর জি কর ইস্যুতে ১৪ আগস্ট কোচবিহারে রাত দখল কর্মসূচিতে যোগ দিয়েছিলেন বহু মহিলা। সোমবার তাঁরা ফের সাগরদিঘির পাড়ে জমায়েত হন। সন্ধ্যায় সুরক্ষা বন্ধন কর্মসূচি পালন করেন। কালো রিবন একেঅপরের হাতে পরিয়ে দেন। এতে শহরের বহু বিশিষ্ট মানুষও উপস্থিত হয়। এদিকে, সন্ধ্যায় বিজেপির পক্ষ থেকে হলদিবাড়ি শহরে প্রতিবাদ মিছিল করা হয়। মিছিলে নেতৃত্ব দেন জলপাইগুড়ির এমপি ডাঃ জয়ন্তকুমার রায়। ধূপগুড়িতে ইস্ট বেঙ্গল ও মোহন বাগান সমর্থকরা একসঙ্গে মিছিল করেন। নিজস্ব চিত্র।