• Mosque Mike: রেলমন্ত্রীর চেষ্টাতেও খোঁজ পায়নি পরিবার, ছেলে ট্রেন দুর্ঘটনায় জখম, জানা গেল মসজিদের মাইকে
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: ফোন ছিল না, তাই জানাতেও পারছিলেন না।

    রেলমন্ত্রীর চেষ্টাতেও মেলেনি পরিবারের খোঁজ। অবশেষে মসজিদের ঘোষণায় বাড়ির সদস্যরা জানতে পারলেন দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে বাড়ির ছেলে সফিকুল।

    বিকানের-গুয়াহাটি রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ন’জনের। আহত বেশ কয়েকজন। চিকিৎসা চলছে হাসপাতালে। জখমদের মধ্যেই একজন অসমের ধওলা এলাকার বাসিন্দা সফিকুল আলি। জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। তাঁর কাছে মোবাইল নেই। তাই বাড়িতে এই দুর্ঘটনার খবরও দিতে পারেননি। শুক্রবার হাসপাতাল পরিদর্শন করতে গিয়ে একথা জানতে পারেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। এরপরেই নিজে উদ্যোগী হয়ে ডাক বিভাগের সঙ্গে যোগাযোগ করে পিওন মারফত বাড়িতে খবর দেওয়ার চেষ্টা করা হয়। কিন্তু সেই চেষ্টা বিফল হয়। মেলেনি খোঁজ।

    এদিকে শুক্রবার নামাজের প্রস্তুতি চলছিল এলাকার একটি মসজিদে। ওই মসজিদ কমিটির পক্ষ থেকে মাইকের মাধ্যমে সফিকুল আলির অসুস্থতার কথা জানালে তাঁর পরিবার জানতে পারে। এরপরই তড়িঘড়ি তাঁর দাদা মইদুল আলি জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের উদ্দেশে রওনা দেন। হাসপাতালে গিয়ে দেখা করেছেন তিনি। গোটা বিষয়টি রেলের তরফে টুইটে জানানো হয়েছে।
  • Link to this news (আজকাল)