• চুরির সামগ্রী সহ গ্রেপ্তার দুই
    বর্তমান | ২০ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, কালিয়াগঞ্জ: হেমতাবাদে একাধিক চুরির ঘটনায় যুক্ত থাকার অভিযোগে দু’জনকে গ্রেপ্তার করল পুলিস। ধৃতদের নাম শিবা চৌহান এবং ইজাস আহমেদ। শিবার রায়গঞ্জের রবীন্দ্রপল্লি এবং ইজাস হেমতাবাদের সমাসপুর এলাকার বাসিন্দা।


    সোমবার সকালে দু’জনকেই তাদের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিস।  তাদের কাছ থেকে চুরি যাওয়া সাউন্ডসিস্টেম ও বৈদ্যুতিক সরঞ্জাম উদ্ধার হয়েছে।  এই চক্রে আরও কারা জড়িত তা জানতে তদন্ত করছে পুলিস। হেমতাবাদ থানার আইসি সুজিত লামা বলেন, একাধিক চোরাই সামগ্রী উদ্ধারের পাশাপাশি দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জেরা করা হচ্ছে।
  • Link to this news (বর্তমান)