• Maynaguri Train Accident: ‌স্ত্রী এখনও জানেন না স্বামীর মৃত্যুর খবর, মৃত রেলকর্মী অজিত প্রসাদের পরিবারের পাশে অগ্নিমিত্রা  
    আজকাল | ১৫ জানুয়ারি ২০২২
  • ‌আজকাল ওয়েবডেস্ক:‌ ময়নাগুড়িতে মৃতদের মধ্যে আছেন রেলকর্মী অজিত প্রসাদ।

    শোকস্তব্ধ পরিবারের পাশে থাকতে শুক্রবার রাতে রাধানগর রোড তালপুকুরিয়াতে মৃত রেলকর্মীর বাড়ি যান আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পল। মৃতের স্ত্রীকে রেলে চাকরি দেওয়া আশ্বাসও দিয়েছেন তিনি। এমনকি নিয়ম অনুযায়ী ৫ লক্ষ টাকা দেওয়া হবে মৃতের পরিবারকে। 

    জলপাইগুড়ির দোমোহনিতে বিকানের–গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন দুর্ঘটনায় মৃতদের মধ্যে আছেন অজিত প্রসাদ (৩৩)। ২০১৬ সালে রেলে চাকরি পান তিনি। ছেলে দুর্ঘটনায় মারা যাওয়ায় পরিবারের সদস্যরা শোকস্তব্ধ। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। বাড়ির লোকজন শুক্রবারই মৃতদেহ আনতে যান ময়নাগুড়িতে। জানা গেছে, গত বছর ২৬ এপ্রিল বিয়ে হয়েছিল অজিত প্রসাদের। অজিতের মৃত্যুর কথা এখনও জানানো হয়নি স্ত্রীকে। তিনি রয়েছেন বাপের বাড়িতে। রেলের ট্র্যাক মেনটেনার পদে চাকরি পাওয়া অজিত বর্তমানে উত্তরবঙ্গের মালেগাঁও ডিভিশনে গেটম্যান হিসাবে কর্মরত ছিলেন। তাঁর ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, এমন আশঙ্কার কথা জানার পর বৃহস্পতিবার রাতেই জলপাইগুড়ির উদ্দেশে রওনা দেন দাদা সুজিত প্রসাদ ও ছোট ভাই অমরজিৎ প্রসাদ। ময়নাতদন্তের পর মৃতদের তাঁদের হাতে তুলে দেওয়া হয়েছে। হীরাপুর থানা, জেলা প্রশাসন বা এখানকার রেলের তরফে তাদের সঙ্গে কেউ যোগাযোগ করেনি বলে অভিযোগ পরিবারের। স্বাভাবিকভাবেই পরিবারের লোকেরা জানেন না, ওই ট্রেনে কোথা থেকে অজিত ফিরছিল। কোথায় গিয়েছিলেন তিনি। তবে তাঁরা তাঁর সহকর্মীদের থেকে জেনেছেন, অজিত জলপাইগুড়ি স্টেশন থেকে গুয়াহাটিগামী বিকানের–গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনে উঠেছিলেন। 
  • Link to this news (আজকাল)