• ষাটোর্ধ্বদের ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়ার পরিকল্পনা কেন্দ্রের
    বর্তমান | ২০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ষাটোর্ধ্ব নাগরিকদের ইনফ্লুয়েঞ্জায় মৃত্যুর হার কমাতে উদ্যোগী হয়েছে কেন্দ্র। প্রবীণ নাগরিকদের দেওয়া হবে বিশেষ ভ্যাকসিন। প্রায় সবক’টি রাজ্যের বাছাই করা কিছু জেলায় পরীক্ষামূলকভাবে এই টিকাকরণ হবে। স্বাস্থ্যভবন সূত্রে খবর, পশ্চিবঙ্গের দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুর জেলাকে এর জন্য বেছে নেওয়া হয়েছে। 


    জানা গিয়েছে, পরীক্ষামূলকভাবে গোটা দেশে প্রায় ছ’হাজার প্রবীণ নাগরিককে এই টিকা দেওয়া হবে। রাজ্যের প্রায় দেড় হাজার প্রবীণ এই টিকা পাবেন। কোন কোন এলাকার বাসিন্দাদের টিকা দেওয়া হবে, তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। খুব শীঘ্রই টিকাদানের কাজ শুরু হয়ে যাবে বলে জানাচ্ছেন স্বাস্থ্যবিভাগের আধিকারিকরা। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের মতে, প্রতি বছর ইনফ্লুয়েঞ্জায় গোটা দেশে বহু বয়স্ক মানুষের মৃত্যু হয়। শুধু তাই নয়, প্রবীণ নাগরিকদের সর্দি-কাশি থেকে নিউমোনিয়া এবং অন্যান্য শারীরিক সমস্যা থাকে। এই ধরনের সমস্যা প্রতিরোধ করতেই টিকাকরণের কাজে উদ্যোগী হয়েছে কেন্দ্র। সম্প্রতি রাজ্যগুলির সঙ্গে এ বিষয়ে বৈঠকও করে তারা। রাজ্যের দুই জেলায় এই কর্মসূচির জন্য স্বাস্থ্যকেন্দ্রের কাছাকাছি গ্রাম বা এলাকাকে বেছে নেওয়া হবে বলে জানা গিয়েছে। 


    কেন্দ্রের পরিকল্পনা অনুযায়ী, একজন বাসিন্দাকে প্রথমে ইনজেকশনের মাধ্যমে টিকার একটি ডোজ দেওয়া হবে। এক বছর বাদে দেওয়া হবে দ্বিতীয় ডোজ। টিকা দেওয়ার পর প্রবীণদের দু’বছর পর্যবেক্ষণে রাখা হবে। সংশ্লিষ্ট নাগরিকের স্বাস্থ্যে কেমন প্রভাব পড়ল, সেটাই নজর রাখবেন স্বাস্থ্যকর্মীরা। সব রাজ্য থেকে রিপোর্ট জমা পড়বে মন্ত্রকে। সেসব রিপোর্ট পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ করবে সরকার।
  • Link to this news (বর্তমান)