• কলেজ শিক্ষকদের দ্রুত  নিয়োগের আবেদন প্রার্থীদের, মিলল কাউন্সেলিংয়ের আশ্বাস
    বর্তমান | ২০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: মেয়াদ ফুরিয়ে আসছে বিভিন্ন বিষয়ে কলেজ শিক্ষক নিয়োগ প্রার্থীদের প্যানেলের। এই অবস্থায় চাকরি প্রার্থীদের দাবি, দ্রুত ব্যবস্থা নিয়ে কাউন্সেলিং শুরু করুক কলেজ সার্ভিস কমিশন। এই দাবি জানিয়ে বুধবার নিউটাউনের আসন্ন ভবনে, কমিশনের সদর দপ্তরের সামনে বিক্ষোভও দেখাতে চলেছেন তাঁরা। প্রসঙ্গত, ৩১ আগস্টেই শেষ হতে চলেছে রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, অর্থনীতি এবং দর্শন বিষয়ের প্যানেলের মেয়াদ। সবচেয়ে উৎকণ্ঠায় রয়েছেন এই বিষয়গুলির সহকারী অধ্যাপক পদপ্রার্থীরা।


    এই বিষয়ের প্রার্থীদের দাবি, অন্যান্য বছরের চেয়ে এবার প্যানেলে নাম অনেক কম। তা সত্ত্বেও সবাইকে কাউন্সেলিং করে নিয়োগের সুযোগ দিচ্ছে না কমিশন। তাছাড়া, রোস্টার না মেনে বদলির ফলে কলেজগুলির শূন্যপদের বৈধতাও নষ্ট হয়েছে। এর ফলে অনেক পদে নিয়োগ করা যাচ্ছে না। যদিও অভিযোগ উড়িয়ে দিচ্ছেন কমিশনের চেয়ারম্যান দীপককুমার কর। তিনি বলেন, ‘যে বিষয়ের প্যানেলগুলির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, সেগুলির রি-কাউন্সেলিং হচ্ছে। এর মধ্যে ১ সেপ্টেম্বর এবং ৮ সেপ্টেম্বর জারি হওয়া বেশ কিছু বিষয়ের প্যানেল রয়েছে। মেয়াদ উত্তীর্ণ হওয়ার এক সপ্তাহ আগে কলেজগুলি থেকে যেমন রিক্যুইজিশন বা শূন্যপদ আসছে, সেই অনুযায়ী কাউন্সেলিং হবে।’ বদলির ক্ষেত্রে সমস্যাও মিটে যাচ্ছে বলে দাবি চেয়ারম্যানের। তিনি বলেন, ‘অনগ্রসর শ্রেণিকল্যাণ দপ্তর থেকে রোস্টার ভেরিফাই করে শূন্যপদগুলি পাঠানো হচ্ছে। এরকম বেশ কিছু পদে ইতিমধ্যেই কাউন্সেলিংয়ের ব্যবস্থা হয়েছে।’ কমিশন সূত্রে খবর, ইতিমধ্যে ৮৭৬টি পদে কাউন্সেলিং হয়েছে। রি-কাউন্সেলিংয়ের পরে সেই সংখ্যা হাজারের বেশি দাঁড়াবে। পুজোর আগেই একাধিক বিষয়ে রি-কাউন্সেলিং হবে। সব মিলিয়ে প্যানেলে থাকা প্রার্থীর সংখ্যা ১৫০ থেকে ১৮০ জন, যাঁদের কাউন্সেলিং হয়নি।
  • Link to this news (বর্তমান)