• দক্ষিণ ২৪ পরগনায় আউটডোর পরিষেবা স্বাভাবিক, রোগীর চেনা ভিড় নেই জেলা হাসপাতালগুলিতে
    বর্তমান | ২০ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা, সংবাদদাতা, বারুইপুর ও কাকদ্বীপ: গত কয়েক দিনের ভোগান্তির পর সোমবার থেকে জেলার বিভিন্ন হাসপাতালে স্বাভাবিক হল আউটডোর পরিষেবা। বিভিন্ন বিভাগের ডাক্তাররা আউটডোরে বসে রোগী দেখেছেন। তবে ডাক্তার থাকলে কী হবে, রোগীদের সেই চেনা ভিড় নেই কোনও হাসপাতালেই। কাকদ্বীপ, ডায়মন্ডহারবার, ক্যানিং, সোনারপুর, বারুইপুর— প্রায় সব হাসপাতালের আউটডোরেই ধরা পড়ল এই ছবি। ডাক্তারদের একাংশের বক্তব্য, মাঝে কয়েকদিন আউটডোর বন্ধ থাকায় অনেকে হাসপাতালে এসে ঘুরে গিয়েছেন, হয়রান হয়েছেন। হয়তো তাঁরা ধরেই নিয়েছেন, এদিনও আউটডোর খুলবে না। তাই রোগীদের ভিড় কম। এদিন সোনারপুর গ্রামীণ হাসপাতালে গিয়ে দেখা গেল, আউটডোরের টিকিট কাউন্টার খাঁ খাঁ করছে। মাঝেমধ্যে দু’-একজন করে রোগী আসছেন। বিভিন্ন বিভাগে ডাক্তাররা বসে থাকলেও রোগীর দেখা নেই। দু’-একটা বিভাগে লাইন বলতে সাত-দশজনের। সূত্রের খবর, আর পাঁচটা সাধারণ দিনে আড়াইশোর উপর রোগী আসেন আউটডোরে। এদিন সেই সংখ্যা ছিল দেড়শোর মতো। একই চিত্র ধরা পড়েছে বারুইপুর মহকুমা হাসপাতালে। সাধারণ দিনে আউটডোর পেশেন্টদের লাইন হাসপাতালের গেটের কাছে চলে যায়। সেখানে এদিন মেরে কেটে শ’খানেক রোগী এসেছিলেন ডাক্তার দেখাতে। ক্যানিং, ডায়মন্ডহারবার, কাকদ্বীপ হাসপাতালেও একই চিত্র দেখা গিয়েছে। সেখানেও লম্বা লাইন উধাও। তেমন ভিড় নেই। 

    ডাক্তাররা বলছেন, গ্রামীণ হাসপাতালগুলিতে পরিষেবা স্বাভাবিক ছন্দে ফিরেছে, এ কথা সবাই জানেন না। আশাকরি, ধীরে ধীরে রোগীর সংখ্যা বাড়বে। রোগীদের প্রতি ডাক্তারদের আবেদন, আউটডোর খোলা রয়েছে, রোগীরা এলেই চিকিৎসা পাবেন। আগের মতো স্বাভাবিক পরিষেবা দেওয়া হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)