• শক্তি সঞ্চয় করবে নিম্নচাপ, কলকাতায় বাড়বে বৃষ্টি?
    এই সময় | ২০ আগস্ট ২০২৪
  • মেঘলা আকাশ। মাঝেমধ্যেই ঝমঝমিয়ে বৃষ্টি। এরকম বর্ষণমুখর আবহাওয়া থাকবে কতদিন? দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কি বৃষ্টির পরিমাণ বাড়বে? জেনে নেওয়া যাক, মঙ্গলবারের আবহাওয়ার আপডেট।আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, মঙ্গলবারও দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবার পর্যন্ত ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। আজ মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ মঙ্গলবার বাংলাদেশ ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপকূলে আরও শক্তি সঞ্চয় করে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত হবে। আগামী ২৪ ঘণ্টায় এটি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ অতিক্রম করে ঝাড়খন্ডের দিকে এগিয়ে যাবে। আগামীকালের মধ্যে এটি ঝাড়খন্ড ও সংলগ্ন উত্তরপ্রদেশ ও মধ্যপ্রদেশের দিকে এগোবে। সক্রিয় মৌসুমী অক্ষরেখা রয়েছে বাংলায়। এই অক্ষরেখা বিকানির জয়পুর গোয়ালিয়ার সাতনা রাঁচির পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের নিম্নচাপ এলাকা পর্যন্ত বিস্তৃত। আসাম থেকে ওড়িশা পর্যন্ত একটি অক্ষরেখা রয়েছে।

    কেমন আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে?

    হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা থাকবে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলাতে। দক্ষিণবঙ্গ বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে। বুধবারও ভারী বৃষ্টির সতর্কতা থাকবে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এবং মুর্শিদাবাদ এই জেলাতে।

    উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

    আজ, মঙ্গলবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তরবঙ্গের সব জেলাতে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত সব জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস। বুধবার বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা কমবে। ভারী বৃষ্টির সম্ভাবনা জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কালিম্পং এবং মালদা জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে বাকি জেলাতে।

    কলকাতার আবহাওয়া কেমন?

    দিনের বিভিন্ন সময়ে কয়েক পশলা বৃষ্টি হতে পারে। নিম্নচাপের বৃষ্টি হবে শহরে। মূলত মেঘলা আকাশ থাকবে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বেশ কিছু জায়গায়। মঙ্গলবার থেকে বৃষ্টির পরিমাণ কমবে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তিও হবে। রাতের তাপমাত্রা ২৬.৫ থেকে বেড়ে ২৭ ডিগ্রি। গতকাল দিনের তাপমাত্রা ৩১ থেকে কমে ২৯.৬ ডিগ্রি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৮৫ থেকে ৯৬ শতাংশ। গত ২৪ ঘণ্টায় বৃষ্টি হয়েছে ২.৪ মিলিমিটার।
  • Link to this news (এই সময়)