• হাতে হাত রেখে ক্ষোভের ব্যারিকেড গড়ল রাখিবন্ধন
    এই সময় | ২০ আগস্ট ২০২৪
  • এই সময়: প্রাক-স্বাধীনতা দিবসের রাতে রাত দখল করেছিলেন মেয়েরা। এর পর বাংলার ফুটবলে বেনজির দৃশ্য দেখেছে দেশ— কাঁধে কাঁধ মিলিয়ে প্রতিবাদে সামিল হয়েছিলেন তিন প্রধানের সমর্থকরা। আর সোমবার ছিল রাখিবন্ধন। শোকের আবহে রাখিও হয়ে উঠল প্রতিবাদ-প্রতিরোধের হাতিয়ার। স্কুল, কর্মক্ষেত্র, রাস্তা, পাড়া বা বাড়ি— নিহত তরুণী চিকিৎসকের জন্য বিচার চাইতে একে অন্যের হাতে রাখি পরিয়ে দিল মানুষ।অনেক জায়গায় সে রাখির রং কালো। রাখিবন্ধন উপলক্ষ্যে এ দিন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও জাতির উদ্দেশে ভাষণে বলেন, ‘দেশের সমস্ত মানুষ আজ শপথ নিক, দেশের সব মহিলাকে যেন আমরা নিরাপত্তা দিতে পারি, সম্মান করতে পারি।’ এ দিন আরজি করের প্রতিবাদ মঞ্চে দেখা গেল আরও এক নজিরবিহীন দৃশ্য— আন্দলোনকারী এবং পুলিশকর্মীরা একে অন্যের হাতে বেঁধে দিলেন রাখি।

    মহিলা পুলিশকর্মীদের একাংশ নীল-সাদা রাখি নিয়ে যান মঞ্চে। পাল্টা আন্দোলনকারীরাও পুলিশকর্মীদের হাতে পরিয়ে দেন ‘উই ওয়ান্ট জাস্টিস’ লেখা কালো ব্যান্ড। উপস্থিত পুলিশকর্মীরা বলেন, ‘যে ঘটনা ঘটেছে, তার বিচার আমরাও চাই। আমরাও নিরাপত্তা চাই।’

    আন্দোলনকারীদের তরফে ইএনটি বিভাগের চিকিৎসক আসফাকুল্লা নাইয়া বলেন, ‘পুলিশের যে দিদিরা আমাদের রাখি পরিয়েছেন, তাঁরা একেবারে নিচুতলার পুলিশকর্মী। তাই সুবিচার এবং নিরাপত্তা তাঁদের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ।’

    এ দিন বাংলার প্রায় সব প্রান্তেই রাখির মাধ্যমে বিচার চাইলেন চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা। জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স ওয়েস্ট বেঙ্গলের ডাকে এ দিন কলকাতার সব সরকারি মেডিক্যাল কলেজ ও হাসপাতাল, এমনকী বেসরকারি হাসপাতালেও রাখিবন্ধন পালিত হয়। রাখি পরানোর পর শূন্যে ওঠে মুষ্ঠিবদ্ধ হাত। মুখে স্লোগান— ‘উই ওয়ান্ট জাস্টিস’।

    শুধু ডাক্তাররা নন, নানা পেশার মানুষ, ছাত্রছাত্রী ও জনতাও এ দিন নেমে পড়েছিলেন রাখিবন্ধনকে প্রতিবাদের অস্ত্র করে। সামিল হয়েছিলেন শিক্ষকরাও। শিক্ষানুরাগী মঞ্চের ডাকে একাধিক শিক্ষক বাড়িতে বসেই কালো রাখি পরেছেন। বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতির ডাকেও কালো ব্যাজ ও রাখি পরে প্রতিবাদে সামিল হন শিক্ষকরা।

    প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে প্রাক্তনীরা জমায়েত করেন। সঙ্গে ছিলেন বর্তমান ছাত্রছাত্রী ও শিক্ষকদের কয়েকজন। সেখানেও প্রতিবাদের অস্ত্র ছিল রাখি। আশুতোষ, শ্যামাপ্রসাদ, যোগমায়া দেবীর পড়ুয়াদের একাংশ এ দিন কালো জামা পরে রাখিবন্ধন পালন করেন। ছাত্রীদের হাতে রাখি পরিয়ে দিয়েছেন ছাত্ররা। এসপিকে জৈন ফিউচারিস্টিক অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা এ দিন এনডিআরএফের জওয়ানদের হাতে রাখি পরিয়ে দেন।

    অনেকে বাড়িতেই ‘জাস্টিস ফর আরজি কর’ লেখা রাখি বা কালো ফিতে হাতে পরে সামাজিক মাধ্যমে ছবি আপলোড করেছেন। যাদবপুর, অ্যাকাডেমি থেকে সুবোধ মল্লিক স্কোয়্যারের সামনেও রাখিবন্ধনের মাধ্যমে প্রতিবাদ জানানো হয়। বইপাড়ায় বইপ্রেমীরা একে অন্যের হাতে প্রতিবাদের বন্ধন পরিয়ে দেন। ডোরিনা ক্রসিংয়ে রাখিবন্ধন উৎসবে মেডিক্যাল কলেজের ছ’জন ছাত্রছাত্রীর হাতে রাখি পরানো হয়। কলকাতা হাইকোর্টেও আইনজীবীরা এ দিন মিছিলের আগে কালো রাখি পরেন।
  • Link to this news (এই সময়)