রাষ্ট্রপতি শাসন বাংলায়? RG কর কাণ্ডের মধ্যে রাজ্যপাল দিল্লি যাওয়ায় 'ভীত' তৃণমূল?
হিন্দুস্তান টাইমস | ২০ আগস্ট ২০২৪
তৃণমূল কংগ্রেস সরকারকে কি ‘বিড়ম্বনায়’ ফেলার চেষ্টা করছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস? তা নিয়ে রাজ্যপালের নিজের অবস্থান স্পষ্ট করা উচিত বলে দাবি করলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। আর তৃণমূলের সেই কথায় ‘আশঙ্কার’ ছাপ দেখতে পাচ্ছেন রাজনৈতিক মহলের একাংশ। ওই অংশের মতে, আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার মধ্যে রাজ্যপাল সিভি আনন্দ বোসের দিল্লি সফরের জেরে তৃণমূল কংগ্রেসের শীর্ষ মহলের কথায় যেন কিছুটা আশঙ্কা ধরা পড়েছে। যদিও সেই আশঙ্কা নিয়ে রাজভবনের তরফে কোনও মন্তব্য করা হয়নি।
সোমবার তৃণমূল নেতা দাবি করেন, তাঁরা গোপন সূত্রে খবর পেয়েছেন যে বিজেপির উপরমহল থেকে রাজ্যপালের উপরে চাপ তৈরি করা হচ্ছে। রাজভবন থেকে যাতে নির্দিষ্ট সুপারিশ করে পাঠানো হয়, তা নিয়ে চাপ আছে বলে দাবি করেন তৃণমূল কংগ্রেস নেতা। সেইসঙ্গে তিনি দাবি করেছেন যে ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় এসেছে তৃণমূল। সেই সরকারকে রাজ্যপাল বিড়ম্বনায় ফেলার চেষ্টা করছেন কিনা, তা সকলের সামনে এসে বলা উচিত তাঁর।
তৃণমূলের মুখপাত্র ঋজু দত্ত তো সরাসরি বলেন, ‘এটা কি সত্যি? জাতীয় স্তরের বিজেপির বর্ষীয়ান নেতাদের সঙ্গে যোগসাজশ করে তৃতীয় দফায় নির্বাচিত সরকারকে বিরক্ত করতে পশ্চিমবঙ্গে রাষ্ট্রপতি শাসন ।’
সেইসঙ্গে তৃণমূলের মুখপাত্র বলেন, 'উনি কি দিল্লিতে জেপি নড্ডা এবং অমিত শাহের সঙ্গে দেখা করবেন? উনি মাননীয় রাষ্ট্রপতির থেকে সময় চেয়েছেন? যদি এইসব অভিযোগ ভুয়ো হয়, তাহলে সংবাদমাধ্যমের সামনে এসে সেটা পরিষ্কার করে দেওয়া উচিত রাজ্যপালের।'
সোমবার সন্ধ্যায় দিল্লিতে পৌঁছেছেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল। সেই সফরের আগে রাজভবনে কয়েকজন মহিলা চিকিৎসকের সঙ্গে দেখা করেন। তাঁদের আশ্বস্ত করেন যে আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।
সূত্রের খবর, দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করতে পারেন রাজ্যপাল। জমা দিতে পারেন রিপোর্ট। যদিও সেই সূচি চূড়ান্ত হয়নি। জল্পনা চলছে যে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও দেখা করতে পারেন রাজ্যপাল। যদিও বিষয়টি নিয়ে রাজভবনের তরফে আপাতত কিছু জানানো হয়নি।
আরও পড়ুন: Mamata's alleged move to save Sandip Ghosh: RG করের সন্দীপকে বাঁচানোর চাল খেললেন মমতা, যাতে CBI ধরতে না পারে, উঠল অভিযোগ