• টানা চারদিন, ফের আর জি করের প্রাক্তন অধ্যক্ষকে তলব করল সিবিআই
    দৈনিক স্টেটসম্যান | ২০ আগস্ট ২০২৪
  • আর জি কর কাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য সন্দীপ ঘোষকে ফের তলব করল সিবিআই। আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। শুক্রবার থেকে টানা সিবিআইয়ের প্রশ্নের মুখে বসতে হচ্ছে তাঁকে। আজ, মঙ্গলবার আবারও তাঁকে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় এজেন্সিটি।

    এদিকে সন্দীপ ঘোষের আমলে আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বেশ কিছু অনিয়মের অভিযোগ উঠেছে। সেই সমস্ত অভিযোগের তদন্ত করার জন্য সোমবার সিট গঠন করে কলকাতা পুলিশ। একমাসের মধ্যে রিপোর্ট দেবে স্পেশাল ইনভেস্টিগেশন টিম বা সিট।

    আইজি প্রণব কুমারের নেতৃত্বে চার সদস্যর তদন্ত কমিটি (সিট) গঠন করা হয়েছে। সেই বিশেষ তদন্তকারী দলে প্রণব কুমার ছাড়াও রয়েছেন ? ডিআইজি মুর্শিদাবাদ ওয়াকার রাজা, ডিআইজি সিআইডি সোমা দাস মিত্র, ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়।

    আর জি কর কাণ্ডের তদন্তভার হাতে পাওয়ার পর থেকে জোরদার তদন্ত শুরু করেছে সিবিআই। শুধু প্রাক্তন অধ্যক্ষই নন, আর জি করের গ্রুপ সি, গ্রুপ ডি’র পদমর্যাদার একাধিক কর্মীকে জেরা করেছে সিবিআই। ঘটনার রাতে যারা কর্তব্যরত ছিলেন, তাঁদের সঙ্গে কথা বলছে সিবিআই।

    তদন্তের স্বার্থে বেশ কিছু পড়ুয়া চিকিৎসককেও ডেকে পাঠানো হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে। তদন্তভার হাতে পাওয়ার পর থেকে বেশ কয়েকবার আর জি করে গিয়েছে সিবিআই। সোমবার হাসপাতালের সেমিনার রুমে থ্রিডি স্ক্যানিং করে তারা। ঘটনাস্থলে একাধিক পায়ের ছাপ, হাতের ছাপ মিলেছে বলে খবর।

  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)