• আন্দোলনরত চিকিৎসকদের কর্মবিরতি তোলার অনুরোধ সুপ্রিম কোর্টের, কী বলছেন ডাক্তাররা?
    হিন্দুস্তান টাইমস | ২০ আগস্ট ২০২৪
  • আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন করা হয় বলে অভিযোগ। আর এই অপরাধের তদন্ত করছে সিবিআই। এই আবহে চলছে জোরদার আন্দোলন। আজ, মঙ্গলবার আন্দোলনরত চিকিৎসকদের কাজে ফেরার অনুরোধ জানাল সুপ্রিম কোর্ট। কারণ তা না হলে বহু রোগী বিনা চিকিৎসায় মারা যাচ্ছেন। চিকিৎসকদের নিরাপত্তার স্বার্থে সাত সদস্যের জাতীয় টাস্ক ফোর্স গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের পক্ষ থেকে। আর চিকিৎসকদের দাবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিবেচনা করার আশ্বাসও দেওয়া হয়েছে। একইসঙ্গে চিকিৎসা পরিষেবা সচল রাখতে কর্মবিরতি তুলে নিতে অনুরোধ করল সুপ্রিম কোর্ট।

    ধর্ষণ করে খুনের অপরাধ করার অভিযোগে এখন সিবিআইয়ের হাতে আছে সঞ্জয় রায়। তাকে দফায় দফায় জেরা করা হচ্ছে। কিন্তু এখনও তল খুঁজে পায়নি সিবিআই। কেটে গিয়েছে একসপ্তাহ। সিবিআই অফিসাররা কাউকে গ্রেফতার করতে পারেননি। এমনকী তদন্তে নতুন কোনও মোড় এসেছে তাও প্রকাশ্যে আনতে পারেননি। আজ, মঙ্গলবার যখন সুপ্রিম কোর্টে শুনানি চলছিল তখন তা আরজি কর হাসপাতালের বাইরে বসে জায়ান্ট স্ক্রিনে তা শুনছিলেন চিকিৎসকরা। এই শুনানি শোনার পর ডা.‌ সৌম্যদীপ রায় বলেন, ‘‌সব কথাই শুনেছি। আমরা জেনারেল বডির বৈঠকে আলোচনা করে তারপরই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’‌

    জনরোষ তৈরি হচ্ছে সঞ্জয় রায়ের বিরুদ্ধে। গত কয়েক মাস ধরেই হাসপাতালে সঞ্জয় রায়ের বাড়বাড়ন্ত শুরু হয়। অধিকাংশ রাতেই সে প্রচণ্ড মদ‌্যপান করে আরজি কর হাসপাতালে ঢুকত। ইচ্ছামতো ঘোরাঘুরি করত হাসপাতালে বলে সূত্রের খবর। তবে আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানান, আন্দোলনরত চিকিত্‍সকদের অবিলম্বে কাজে ফেরার অনুরোধ করছি। সমাজের স্বার্থেই তাঁরা কাজে ফিরুন, অনুরোধ করছি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বলেন, ‘‌আমরা দেশজুড়ে চিকিৎসকদের নিরাপত্তার বিষয় নিয়ে আলোচনা করব। চিকিৎসকরা যাতে নিরাপদে কাজ করতে পারেন সেটাও নিশ্চিত করা দরকার।’‌

    এছাড়া অপরাধীর ফাঁসি চেয়ে পথে নামেন খোদ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআইকে ডেডলাইন বেঁধে দেন। অপরাধীকে ধরে তার ফাঁসির ব্যবস্থা করার দাবি জানান। কিন্তু সুপ্রিম কোর্টের অনুরোধ এবং শুনানি শোনার পরও চিকিৎসকরা জানান, কর্মবিরতি এখনই তুলছি না। জেনারেল বডির বৈঠকের পরই সিদ্ধান্ত নেওয়া হবে। আর কেন্দ্রীয় বাহিনী কতদিন থাকবে সেটাও সুনিশ্চিত করতে হবে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত আদালতের দিকে তাকিয়ে থাকব সকলে। ক্যাম্পাসে ঘুরে বেড়াচ্ছে প্রকৃত দোষী। সিবিআই তদন্তের গতিপ্রকৃতিও দেখা হবে।
  • Link to this news (হিন্দুস্তান টাইমস)