• এ বার শ্লীলতাহানির শিকার তরুণী নার্স, সিসিটিভির সূত্রে গ্রেপ্তার যুবক
    এই সময় | ২১ আগস্ট ২০২৪
  • প্রশান্ত ঘোষ, রাজারহাট: আরজি কর হাসপাতালে তরুণী চিকিৎসকে ধর্ষণ করে খুনের অভিযোগে যখন উত্তাল গোটা দেশ, তখন ফের আক্রান্ত এক স্বাস্থ্যকর্মী। আরজি কর হাসপাতাল থেকে কয়েক কিলোমিটার দূরে রাজারহাট নিউ টাউনে সোমবার ভর সন্ধ্যেয় এক নার্সকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ উঠল এ বার।এ ব্যাপারে ওই তরুণী বিধাননগর কমিশনারেটের টেকনো সিটি থানায় শ্লীলতাহানির অভিযোগ করেছেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করেছে। ধৃত আজিজ মোল্লার বাড়ি পাথরঘাটা এলাকায়। ধৃতকে মঙ্গলবার বারাসাত মহকুমা আদালতে তোলা হয়।

    পুলিশ সূত্রে খবর, সোমবার সন্ধ্য়ায় নিউ টাউন থানার উল্টো দিকে একটি হাসপাতাল থেকে ওই তরুণী নার্স তাঁর ডিউটি শেষ করে বাড়ি ফিরছিলেন। বাগুইআটি ফিরবেন বলে তিনি হাসপাতাল থেকে বেরিয়েছিলেন। অভিযোগ, হাসপাতালের বাইরে সার্ভিস রোড দিয়ে হাঁটার সময় এক সাইকেল আরোহী যুবক ওই তরুণীকে উদ্দেশ করে কটূক্তি করে, অশ্লীল কথা বলে।

    তরুণী সে কথায় কর্ণপাত না করে বাস স্ট্যান্ডের দিকে এগিয়ে যান। অভিযোগ, যুবক এর পর সাইকেল চালিয়ে তরুণীর গায়ের কাছে এসে তাঁর শরীরের আপত্তিকর জায়গায় স্পর্শ করে। ওই তরুণী চিৎকার করে উঠলে যুবক পালিয়ে যায়। পথচলতি মানুষ কিছু বুঝে ওঠার আগেই ওই যুবক উধাও হয়ে যায়। সহকর্মীদের বিষয়টি জানানোর পর তাঁরা পুলিশের কাছে অভিযোগ জানাতে বলেন। সেই মতো ওই তরুণী টেকনো সিটি থানায় গিয়ে অজ্ঞাতপরিচয় যুবকের বিরুদ্ধে অভিযোগ করেন।

    অভিযোগ পাওয়ার পর নড়েচড়ে বসে টেকনো সিটি থানার পুলিশ। তাঁরা ওই এলাকার সিসিটিভি দেখে অভিযুক্ত যুবককে চিহ্নিত করে। অভিযুক্ত ব্য়ক্তি সাইকেল চালিয়ে এসেছে, এই তথ্য় জানার পর পুলিশ নিশ্চিত হয় যে, ওই যুবক আশপাশের কোনও এলাকারই বাসিন্দা হবে। দেখা যায় ঘটনাস্থল থেকে কিছু দূরে পাথরঘাটা বাজারে ওই যুবকের বাড়ি। সোমবার রাতে সেখান থেকেই অভিযুক্ত আজিজ মোল্লাকে গ্রেপ্তার করে পুলিশ।

    পুলিশের দাবি, জেরায় ধৃত আজিজ জানিয়েছে, সে পেশায় একজন কল মিস্ত্রি। সোমবার সন্ধ্যেবেলা নিউ টাউন ঘুরতে গিয়ে ওই অপকর্মটি ঘটিয়েছে সে। ঘটনাস্থল থেকে তিন কিলোমিটার দূরে বেশ কিছু দিন আগে আম দেওয়ার নাম করে মোটরবাইকে করে এসে এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়েছিল এক যুবক।

    কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার সে দিন ওই বাইকারের পিছু নেওয়ায় চালক নাবালিকাকে রাস্তায় নামিয়ে পালিয়ে যায়। নিউ টাউনের মতো আলো-সিসিটিভিতে মোড়া আধুনিক শহরে বারবার এমন ঘটনা ঘটায় স্বভাবতই উদ্বিগ্ন এলাকার বাসিন্দারা।
  • Link to this news (এই সময়)