পিয়ালী মিত্র: আরজি কর কাণ্ডে রাজ্যজুড়ে প্রতিবাদ বিক্ষোভ অব্যাহত। হাসপাতালে চিকিত্সক-নার্স সুরক্ষায় টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, তখন পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও। নিলেন বড় সিদ্ধান্ত। স্রেফ কলকাতা নয়, জেলাতেও সরকারি হাসপাতাল, মেডিক্যাল কলেজ ও মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতালে এবার নিরাপত্তার দায়িত্বে থাকবেন প্রাক্তন সেনা, বায়ুসেনা অফিসার বা পুলিশের অবসরপ্রাপ্ত অফিসাররা! নবান্ন থেকে জারি করা হল বিজ্ঞপ্তি।
বিজ্ঞপ্তিতে উল্লেখ, সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সুবেদার, নায়েব সুবেদার, ক্যাপ্টেন, মেজর পদমর্যাদার অফিসাররা হাসপাতালের সিকিউরিটি অফিসার পদের জন্য আবেদন জানাতে পারবেন। সঙ্গে ইন্সপেক্টর, ডিএসপি বা অতিরিক্ত পুলিস সুপার পদে ছিলেন এবং ২ বছরের মধ্যে অবসর নিয়েছেন, এমন পুলিস আধিকারিকরাও। তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে শারীরিকভাবে ফিট থাকতে হবে। ২৪ অগাস্টের মধ্য়ে তালিকা চূড়ান্ত করে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে জেলাশাসক ও পুলিস সুপারকে। বেতন কত? তা অবশ্য় জানানো হয়নি। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অর্থ দফতরের গাইডলাইন মেনে বেতন কাঠামো বা পে-স্কেল স্থির করা হবে।