আর জি কর কাণ্ডের প্রতিবাদ, সরকারি অনুদান ফেরাচ্ছে উত্তরপাড়ার আরও এক পুজো কমিটি
প্রতিদিন | ২১ আগস্ট ২০২৪
সুমন করাতি, হুগলি: আর জি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ, খুনের প্রতিবাদে গর্জে উঠল আরও এক দুর্গাপুজো কমিটি। উত্তরপাড়ার আরও এক কমিটি প্রত্যাখ্যান করল সরকারি অনুদান। জয়কৃষ্ণ স্ট্রিটের ‘আপনাদের দুর্গাপূজা’ বারোয়ারি সরকারি অনুদানের ৮৫ হাজার টাকা নেবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সভা ডেকে বারোয়ারির সদস্যরা এ বিষয়ে সহমত হন। শুধু অনুদান প্রত্যাখ্যানই নয়, এবছর পুজোর জাঁকজমকও কমিয়ে দিচ্ছেন তারা।
উত্তরপাড়ার জয়কৃষ্ণ স্ট্রিটের এই পুজোর বয়স ৮০ বছর। তারা এবার সরকারি অনুদান প্রত্যাখ্যান করছে। এ প্রসঙ্গে বারোয়ারির সদস্য প্রসেনজিৎ ভট্টাচার্য বলেন,”আরজি করে চিকিৎসকের হত্যাকারীদের শাস্তি চাই। রাজ্য, দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে প্রতিবাদ চলছে। আমরা চুপ করে বসে থাকি কী করে! আমরাও প্রতিবাদ জানালাম অনুদান প্রত্যাখ্যান করে। দেখি কী হয়!” বারোয়ারির অপর সদস্য সীমা চট্টোপাধ্যায় বলেন, “ওই চিকিৎসকের বয়সি আমার মেয়ে আছে। এই জঘন্য ঘটনার প্রতিবাদ নানা স্তরে হচ্ছে। আমরাও বিচার চাই। আমি গর্বিত আমাদের পুজো কমিটি এই সিদ্ধান্ত নিতে পেরেছে যে পুজো অনুদান নেব না।” লিখিতভাবে হুগলির জেলাশাসককে জানিয়ে দিল তারা অনুদান প্রত্যাখ্যান করছে। উল্লেখ্য, আর জি করের ঘটনার পর উত্তরপাড়ারই শক্তি সংঘ ক্লাব জানিয়েছিল তারা পুজো অনুদান নেবে না।