• সুপ্রিম কোর্টের লিখিত রায় ঘিরে ধোঁয়াশা! আর জি করে মোতায়েন হচ্ছে না কেন্দ্রীয় বাহিনী, দাবি কুণালের
    প্রতিদিন | ২১ আগস্ট ২০২৪
  • ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্য়ায়: সুপ্রিম কোর্টের লিখিত রায় ঘিরে ধোঁয়াশা! আর জি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালে কোনও কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে না। আগের সিদ্ধান্ত বদল করল সুপ্রিম কোর্ট। মঙ্গলবার সন্ধেয় এক্স হ্যান্ডেলে এমনই দাবি করলেন তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ। সিআইএসএফ মোতায়েনের মৌখিক নির্দেশ শাসকদলের মধ্যে যতটা উৎকণ্ঠা তৈরি করেছিল, লিখিত নির্দেশনামায় তা না থাকায় অনেকটাই স্বস্তিতে তৃণমূল নেতৃত্ব মনে করছে ওয়াকিবহাল মহল। উল্লেখ্য, এদিনই আর জি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের রায় দিয়েছে শীর্ষ আদালত। সেই মতো হাসপাতালে বাহিনী পৌঁছেও গিয়েছে। নিরাপত্তার দায়িত্বও নিয়েছে তারা। 

    এদিন এক্স হ্যান্ডেলে কুণাল লেখেন, ‘RGKar এ কোনো কেন্দ্রীয় বাহিনী মোতায়েন হচ্ছে না। আগের সিদ্ধান্ত বদল করল সুপ্রিম কোর্ট।’ উল্লেখ্য, সকালে সুপ্রিম কোর্ট রায় দিলেও তার কপি এখনও শীর্ষ আদালতের ওয়েবসাইটে আপলোড হয়নি। তার আগেই তৃণমূল নেতার এই দাবিতে চাঞ্চল্য ছড়িয়েছে। 
  • Link to this news (প্রতিদিন)