কী ভাবে আরজি করে নিজেদের বাহিনী মোতায়েন করবে CISF?
এই সময় | ২১ আগস্ট ২০২৪
সুনন্দ ঘোষ
সুপ্রিম কোর্টের নির্দেশে আরজি কর হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব মঙ্গলবার, ২০ অগস্ট, সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স বা সিআইএসএফ অথবা সেন্ট্রাল রিজ়ার্ভ পুলিশ ফোর্স বা সিআরপিএফ-র হাতে তুলে দেওয়ার কথা বলা হয়েছে। সিআইএসএফ সাধারণত বিমানবন্দর, নৌবন্দর, কয়লাখনির মতো গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে নিরাপত্তার দায়িত্বে থাকে। এগুলি এমনিতেই রেসট্রিকটেড এলাকা। সাধারণের প্রবেশ নিষেধ। ফলে, তার পাহারার ধরণ একরকম।আরজি করের মতো সরকারি হাসপাতাল, যেখানে বিভিন্ন বিল্ডিংয়ে প্রতিদিন শয়ে শয়ে সাধারণ মানুষ ঘুরে বেড়ান, সেখানকার পাহারা একেবারে ভিন্ন বিষয়। দিল্লিতে বাহিনীর এক শীর্ষ কর্তার কথায়, ‘এত বড় হাসপাতালে ফোর্স ডেপ্লয়মেন্ট-এর আগে জায়গাটার অ্যাসেসমেন্ট করা দরকার। কত এন্ট্রি-এগজ়িট পয়েন্ট আছে, কোথায় কোথায় নিরাপত্তারক্ষীর প্রয়োজন, যাঁরা ভিতরে ঢুকবেন, তাঁদের জন্য কোনও পরিচয়পত্র থাকবে কি না, এ সমস্ত খতিয়ে দেখতে হবে।’ প্রতিটি শিফটে আট ঘণ্টা করে ডিউটি করেন জওয়ানেরা। ফলে, ২৪ ঘণ্টা পাহারার জন্য প্রয়োজনীয় জওয়ানদের থাকা-খাওয়ার ব্যবস্থা করতে হবে।
সিআইএসএফ মোতায়েনের সুপ্রিম কোর্টের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েও আন্দোলনকারীদের জুনিয়র ডাক্তারদের গলায় আক্ষেপের সুর। তাঁদের বক্তব্য, খুন-ধর্ষণের ঘটনার তদন্তে কোনও দিশা দেখা গেলো না সুপ্রিম কোর্টের পর্যবক্ষেণে। তাই আন্দোলন চলছেই। শুধু আরজি কর এবং অন্যান্য মেডিক্যাল কলেজেই নয়, সারা শহরজুড়েই বিভিন্ন মিছিল সংগঠিত হয় এ দিন।
এদিকে মঙ্গলবারেই রাজ্যের এডিজি আইনশৃঙ্খলার জারি করা নির্দেশে বলা হয়েছে, রাজ্যের গুরুত্বপূর্ণ সরকারি মেডিক্যাল কলেজ (আরজি কর ছাড়া), জেলা হাসপাতাল এবং সুপার স্পেশালিটি হাসপাতালের নিরাপত্তা দেখভালের জন্য প্রাক্তন সেনা ও পুলিশ কর্মীদের নিয়োগ করা হবে। তাঁদের পারিশ্রমিক দেবে স্বাস্থ্য দপ্তর। বিজ্ঞপ্তি অনুযায়ী, স্থল, বায়ু ও নৌসেনার প্রাক্তন নায়েব-সুবেদার, সুবেদার, ক্যাপ্টেন, মেজর অথবা সম-পদমর্যাদার অফিসারদের নিয়োগ করা হবে।
পাশাপাশি গত দু’বছরের মধ্যে অবসর নেওয়া রাজ্য পুলিশের ইনস্পেক্টর, ডেপুটি পুলিস সুপার, অতিরিক্ত পুলিশ সুপারদেরও একই কাজে নিয়োগ করা হবে। তবে তাঁদের শারীরিক ভাবে সক্ষম ও কাজে ইচ্ছুক হতে হবে। পুলিশ সুপার ও পুলিশ কমিশনারদের বলা হয়েছে, জেলা সৈনিক বোর্ডের সঙ্গে কথা বলে তাঁদের এলাকার প্রাক্তন সেনা এবং পুলিশকর্মীদের বিস্তারিত তথ্য আগামী শুক্রবার ২৪ অগস্ট সকাল ১১টার মধ্যে নবান্নে হবে।
উল্লেখ্য, ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সোমবারই দেশের প্রত্যেক হাসপাতালে প্রশিক্ষিত সিকিউরিটি গার্ড ও মহিলা নিরাপত্তারক্ষী নিয়োগের নির্দেশ দিয়েছে। নিয়মমাফিক সিসিটিভি নয়, হাসপাতালে ‘হাই রেজ়োলিউশন’-ক্যামেরা যুক্ত সিসিটিভি বসানোর কথা বলা হয়েছে এই নির্দেশিকায়।