• আন্দোলনে দীপ্সিতাদের হাসিমুখের ছবি! কটাক্ষ
    এই সময় | ২১ আগস্ট ২০২৪
  • এই সময়: ডুরান্ড কাপে রবিবার যুবভারতীতে মোহন-ইস্ট ডার্বি বাতিল হওয়ার প্রতিবাদ কর্মসূচিতে তিন প্রধানের জার্সি পরে সিপিএমের নেতা-কর্মীরা হাজির হয়েছিলেন বলে এ বার অভিযোগ তুলল তৃণমূল। দলের রাজ্যসভার প্রাক্তন সাংসদ কুণাল ঘোষ মঙ্গলবার এক্স হ্যান্ডলে কয়েকটি ছবি পোস্ট করে এই অভিযোগ করেন। যদিও 'এই সময়' ছবিগুলির সত্যতা যাচাই করেনি।একটি ছবিতে সিপিএমের ছাত্রনেত্রী দীপ্সিতা ধরকে ইস্টবেঙ্গলের জার্সি পরে দাঁড়িয়ে থাকতে দেখা গিয়েছে। অন্য একটি ছবিতে প্রয়াত এক সিপিএম নেতার অভিনেত্রী-কন্যাকে দেখা গিয়েছে। কুণাল এই ছবি পোস্ট করে রবিবারের প্রতিবাদ অরাজনৈতিক ছিল কিনা-- সে প্রশ্ন তুলেছেন।

    তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠকে কুণাল বলেন, 'ধর্ষণ-খুনের ঘটনার নিন্দা একশো বার হবে। কিন্তু সিপিএমের কমরেডদের মোহনবাগান, ইস্টবেঙ্গল, মহামেডানের জার্সি পরে রাজনৈতিক স্লোগান দিতে দেখা গিয়েছে। হাসি মুখে সেলফি তোলা হয়েছে। ফটোসেশন করতে গিয়েছিল! এঁদের সঙ্গে খেলার কী সম্পর্ক?'

    কুণালের পাল্টা সিপিএমের ছাত্রনেতা সৃজন ভট্টাচার্যের মন্তব্য, 'কে ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডানের সমর্থক হবেন--তা কি তৃণমূল ঠিক করে দেবে? ওখানে ক্রীড়াপ্রেমী মানুষ উপস্থিত ছিলেন। তাঁদের কেউ তৃণমূলের সমর্থক, কেউ সিপিএমের, কেউ বিজেপি কিংবা অন্য কোনও দলের সমর্থক হতে পারেন। কিন্তু রাজনৈতিক পরিচয় নিয়ে কেউ সেখানে যাননি। এই প্রতিবাদকে দমন করতে যে সংখ্যায় পুলিশ মোতায়েন করা হয়েছিল, তার থেকে অনেক কম পুলিশে ডার্বি ম্যাচ করা যেত।'

    ডার্বি বাতিলের প্রতিবাদে সল্টলেক স্টেডিয়ামের কাছে রবিবার যে বিক্ষোভ-অবরোধ হয়, তাতে কট্টর সিপিএম ও বিজেপি নেতারা উস্কানি দিয়েছেন বলে তৃণমূলের অভিযোগ। এ নিয়ে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্যের বক্তব্য, 'যে সরকার একটা ফুটবল খেলার আয়োজন করতে পারে না, তাদের কোনও কথা বলারই অধিকার নেই। এখন ফুটবল খেলা বাতিল করেছে, এর পর মানুষের বিয়ে বাতিল করে দেবে।'

    রবিবার ডার্বি বাতিলের প্রতিবাদে বিক্ষোভ চলার সময়ে শমীক গাড়ি নিয়ে ইএম বাইপাস দিয়ে যাচ্ছিলেন। কাদাপাড়ায় তাঁর গাড়ি আটকে যায়। সে সময়ে শমীককে প্রতিবাদীদের সঙ্গে সৌজন্য বিনিময় করতে দেখা গিয়েছিল।
  • Link to this news (এই সময়)