• আইসিডিএস কেন্দ্রের ভবন দখলমুক্ত করল হলদিয়া পুরসভা
    বর্তমান | ২১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, হলদিয়া: অবশেষে আইসিডিএস কেন্দ্রের নতুন ভবন দখলমুক্ত করল হলদিয়া পুরসভা। মঙ্গলবার থেকে সেখানেই আইসিডিএস কেন্দ্র স্থানান্তরিত করা হয়েছে। ২০১৯ সালে শহরের ২৩ নম্বর ওয়ার্ডের রামগোপালচকে পুর কর্তৃপক্ষ প্রায় ২০ লক্ষ টাকা খরচে নতুন আইসিডিএস ভবন তৈরি করেছিল। কিন্তু ভবন তৈরির পরই স্থানীয় একটি ক্লাব সেটির দখল নেয়। ওই ক্লাবের দাবি ছিল, পুরসভার তরফে ভবনের দোতলায় ক্লাবঘর তৈরির প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। তারপরই পুরসভাকে ভবন করতে দেওয়া হয়েছিল। পুরসভা সেই প্রতিশ্রুতি রাখেনি।

    সেজন্য এতদিন সরকারি ভবনে ক্লাব চলছিল। পাশে অস্থায়ী হোগলার ঘরে আইসিডিএস কেন্দ্র চলছিল। ওয়ার্ড ভিজিটে গিয়ে বিষয়টি সম্প্রতি পুর প্রশাসকের নজরে আসে। ক্লাব কর্তৃপক্ষকে শুনানির জন্য নোটিশ দেওয়া হয়। একাধিকবার পুরসভায় শুনানি হয়। হলদিয়া পুর কর্তৃপক্ষ জানিয়েছে, যে জমিতে অঙ্গনওয়াড়ি কেন্দ্র তৈরি হয়েছে, তা পুরোপুরি সরকারি জমি। ক্লাব কর্তৃপক্ষ জমির মালিকানার কোনও প্রমাণপত্র দেখাতে পারেনি। এরপরই হলদিয়া পুরসভা ওই ভবনেই আইসিডিএস কেন্দ্র স্থানান্তরিত করার নির্দেশ দেয়। হলদিয়ার পুর প্রশাসক সুপ্রভাত চট্টোপাধ্যায় বলেন, সরকারি জমিতে আইসিডিএস কেন্দ্র তৈরি হয়েছিল। পুরসভার তরফে শুনানিতে স্পষ্ট দেখিয়ে দেওয়া হয়েছে, ভবনটি সরকারি জমিতে তৈরি করা হয়েছে। 
  • Link to this news (বর্তমান)