• শান্তিনিকেতনের সৃজনী শিল্প গ্রামে ‘সুরসঙ্গম’ শীর্ষক সাংস্কৃতিক অনুষ্ঠান
    বর্তমান | ২১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, বোলপুর: মঙ্গলবার বিকেলে ‘সুরসঙ্গম’ শীর্ষক একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হল শান্তিনিকেতনের পূর্বাঞ্চল সংস্কৃতি কেন্দ্রের সৃজনী শিল্প গ্রামে। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক ও সাংস্কৃতিক সংস্থা উদীচীর উদ্যোগে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছিল।‌ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্বভারতীর সঙ্গীত ভবনের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বুদ্ধদেব দাস, পাঠভবনের অধ্যক্ষা বোধিরূপা সিনহা ও বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন কর্মসচিব কর্নেল মণিমুকুট মিত্র। সংশ্লিষ্ট অতিথিরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে দু’দিন ব্যাপী এই অনুষ্ঠানের সূচনা করেন। প্রথম দিন বীরভূমের সিউড়ি, শান্তিনিকেতন, হুগলির কৃষ্ণনগর ও বর্ধমানের শিল্পীরা নাচ এবং গান নানা আঙ্গিকে তুলে ধরেন। তার মধ্যে সঙ্গীত ভবনের প্রায় ৩০ জন পড়ুয়া এই অনুষ্ঠানে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়া আবৃত্তিকার মৌনিতা চট্টোপাধ্যায়, সঙ্গীত শিল্পী রৌনক মুখোপাধ্যায়, হিন্দুস্তান শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী সৃজন চট্টোপাধ্যায় এদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। ‌আজ বুধবার সন্ধ্যায় বিশ্বভারতীর ঐতিহ্যবাহী পাঠভবনের প্রায় ১৬০ জন খুদে পড়ুয়া সংশ্লিষ্ট অনুষ্ঠানে নিজেদের সাংস্কৃতিক প্রতিভা তুলে ধরবে বলে জানা গিয়েছে। এছাড়াও সঙ্গীত শিল্পী শিষপিয়া বন্দ্যোপাধ্যায় ও সৌগত কুণ্ডুর মতো শিল্পীরাও সঙ্গীত পরিবেশন করবেন বলে জানিয়েছেন উদীচীর সম্পাদক সন্দীপ বসু।

    তিনি বলেন, শান্তিনিকেতন সংস্কৃতির পীঠস্থান।‌ আমরা রাজ্য ও দেশের বিভিন্ন প্রান্তের শিল্পীদের প্রতিভা অন্বেষণ করে থাকি। প্রথমবার শান্তিনিকেতনে অনুষ্ঠান আয়োজন করতে পেরে আমরা আপ্লুত। বিশ্বভারতীর ছাত্র-ছাত্রীরা যে কতটা পারদর্শী, তা তাদের অনুষ্ঠানের মাধ্যমেই তারা তুলে ধরেছে।
  • Link to this news (বর্তমান)