• ভিনজেলার বিভিন্ন গাড়িতে ভুয়ো নম্বর, ডোমকলে চলছে মাদক পাচার
    বর্তমান | ২১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, ডোমকল: বর্ষায় পাট গাছ মাথাচাড়া দিতেই সীমান্তে সক্রিয় পাচারচক্র। সীমান্তের উঁচু ও ঘন পাট গাছকে ঢাল করে শুরু হয়েছে নিষিদ্ধ কাশির সিরাপের মতো মাদক চোরাচালানের অবৈধ কারবার। আর সেই কারবারে কাজে লাগানো হচ্ছে ভিন জেলার আরটিওতে রেজিস্টার্ড বিভিন্ন প্রাইভেট গাড়ি। ডোমকল মহকুমার বিভিন্ন থানায় গত কয়েক মাসে একাধিকবার ফেন্সিডিল সহ একাধিক প্রাইভেট গাড়ি বাজেয়াপ্ত করার পর এমনই চাঞ্চল্যকর বিষয়টি উঠে আসছে। পাচারের আগে মাদকের স্টক পয়েন্টগুলিতে ফেন্সিডিল পৌঁছে দেওয়ার জন্য ব্যবহার করা হচ্ছে এই ধরনের গাড়িগুলি। কিন্তু কেন বার বার ভিন জেলার গাড়ি ব্যবহার করা হচ্ছে সেই বিষয়টি এখনও স্পষ্ট নয়!

    প্রসঙ্গত, শুক্রবার শেষরাতে একটি মারুতি ভ্যানকে ধাওয়া করে ২১০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ উদ্ধার করেছিল সাগরপাড়া থানার পুলিস। সিরাপ উদ্ধার করতে পারলেও পুলিসের চোখে ধুলো দিয়ে চম্পট দিয়েছিল পাচারকারীরা। তার দিন কয়েক আগে ৫ আগস্ট রাতে ঠিক একইভাবে একটি অল্টো গাড়িকে ধাওয়া করে ৭টি বস্তায় সম পরিমাণের নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করেছিল জলঙ্গি থানার পুলিস। সেবারও পাচারকারীদের ধরতে ব্যর্থ হয় পুলিস। গত ২ জুলাই ঠিক একইভাবে রাস্তায় ডোমকলের একটি রাস্তায় নাকা চেকিং চালানোর সময় একটি অল্টো গাড়ি থেকে ১২০০ বোতল নিষিদ্ধ কাশির সিরাপ বাজেয়াপ্ত করেছিল পুলিস। তিনটি ক্ষেত্রেই একটি বিষয়ে সাদৃশ্য ছিল। তা হল তিনটি গাড়ির সামনে লাগানো নম্বর প্লেটে দেওয়া নম্বরগুলি কলকাতা আরটিওতে রেজিস্টার্ড। যদিও জলঙ্গি থানার হাতে বাজেয়াপ্ত করা গাড়িটিতে ফেক নম্বর প্লেট লাগানো ছিল। তবে এসবের মধ্যেই একটি বিষয় সামনে আসছে, তা হল কেন ফেন্সিডিল পাচারে এই ধরনের ভিন জেলার গাড়িগুলি ব্যবহৃত হচ্ছে? বিষয়টি একপ্রকারে ভাবাচ্ছে পুলিসকেও! তারাও এখনও পর্যন্ত বিষয়টির পেছনে উপযুক্ত কারণ খুঁজে পাচ্ছেন না। অনেকের ধারণা, প্রাথমিকভাবে বিভ্রান্তি তৈরি করার জন্যই পাচারকারীদের এমন পদক্ষেপ। গাড়ির নম্বরের সূত্র ধরে এগিয়েও যাতে পাচারকারীদের তথ্য পুলিস না পায়, তার জন্যই এই ধরনের নতুন চাল বলে ধারণা তদন্তকারীদের।
  • Link to this news (বর্তমান)