• প্রহরীযুক্ত রেল গেটের দাবি উছলপুকুরিতে
    বর্তমান | ২১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, মেখলিগঞ্জ: কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের উছলপুকুরি গ্রাম পঞ্চায়েতকে বিভক্ত করেছে রেল লাইন। রোজ রেল লাইন পারাপার করতে হয় কয়েক হাজার বাসিন্দাকে। কিন্তু, ব্যবস্থা হয়নি রেল গেটের। বাধ্য হয়ে জীবনের ঝুঁকি নিয়ে উঁচু রেল লাইন পারাপার করতে হচ্ছে ডাঙাপাড়া-পণ্ডিতের বাড়ির ছাত্রছাত্রী সহ বহু মানুষকে। 

    স্থানীয় বাসিন্দা বিমল রায় সরকার, কুমোদ বর্মন, ভবানী বর্মন প্রমুখ জানিয়েছেন, এলাকাটি কৃষিপ্রধান। মাঝেমধ্যেই লাইন পারাপার করতে গিয়ে আটকে যাচ্ছে ছোট-বড় যানবাহনের চাকা। রোগীকে নিয়ে পারাপার করতে গিয়ে বেজায় সমস্যায় পড়তে হচ্ছে। এই পরিস্থিতিতে দ্রুত ডাঙাপাড়ায় রেল গেট অথবা আন্ডারপাস নির্মাণের দাবি জানানো হয়েছে। 

    এলাকার বাসিন্দাদের দাবি, এক দশক আগে রেল লাইন তৈরির সময় রেলের তরফে গেটের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু, লাইন চালু হয়ে গেলেও সেই প্রতিশ্রুতি রেল রক্ষা করেনি। প্রহরীযুক্ত রেল গেটের দাবিতে ওই এলাকায় একাধিকবার অবরোধ, বিক্ষোভ কর্মসূচিও পালিত হয়েছে। দাবির কথা স্থানীয়দের তরফে জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্তকুমার রায়ের কাছেও জানানো হয়েছে।

    এ প্রসঙ্গে সাংসদ বলেন, ওই এলাকায় রেল গেট নির্মাণের জোরদার দাবি উঠেছে। বিষয়টি নিয়ে রেলের আধিকারিকদের সঙ্গে কথা হয়েছে। ফের এই নিয়ে রেলের সঙ্গে আলোচনায় বসব। 

    ওই রেল লাইন পেরিয়ে উছলপুকুরি ৩ নম্বর ফোর্থ প্ল্যান প্রাথমিক স্কুল ও আপার প্রাইমারি স্কুলের বহু ছাত্রছাত্রী যাতায়াত করে। প্রাথমিক স্কুলের টিআইসি সুশীলা রায় বর্মন বলেন, স্কুলে মোট ছাত্রছাত্রী ৯৬ জন। তারমধ্যে ৮০ জনই অরক্ষিত রেল লাইন পেরিয়ে স্কুলে আসে। সবসময়ই আতঙ্কের মধ্যে থাকতে হয়। ছাত্রছাত্রীদের সুরক্ষার কথা ভেবে রেল গেট করা জরুরি হয়ে পড়েছে।
  • Link to this news (বর্তমান)