• পোস্টে তথ্যগত ভুল ছিল, কোর্টে স্বীকার এমপি সুখেন্দুশেখরের
    বর্তমান | ২১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: আর জি কর কাণ্ডে কলকাতা পুলিসের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ সুখেন্দুশেখর রায়। এজন্য তাঁকে দুটি নোটিস পাঠিয়েছিল লালবাজার। সেই নোটিস চ্যালেঞ্জ করে হাইকোর্টের দ্বারস্থ হন সাংসদ। মঙ্গলবার বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের এজলাসে সেই মামলার শুনানিতে সুখেন্দুশেখরের আইনজীবী জানান, তাঁর মক্কেলের দেওয়া সেই পোস্টে ভুল ছিল। তথ্যগত কিছু বিভ্রান্তির কারণে ওই পোস্ট করা হয়েছিল। সেটি মুছে ফেলা হবে। 

    এই বক্তব্যের প্রেক্ষিতে রাজ্যের আইনজীবী জানান, তিনি যদি ওই পোস্ট ডিলিট করে দেন তাহলে তাঁর বিরুদ্ধে রাজ্য কোনও আইনি পদক্ষেপ করবে না। সেক্ষেত্রে বিচারপতি ভরদ্বাজ বলেন, পোস্ট মুছে দেওয়া হলে তৃণমূল সাংসদের বিরুদ্ধে রাজ্য কোনও কড়া পদক্ষেপ করতে পারবে না। বিচারপতির অন্তর্বর্তী নির্দেশ, পোস্ট ডিলিট করা নিয়ে আজ বুধবার রাজ্য রিপোর্ট দেবে। ওই মর্মে হলফনামা দিতে হবে সাংসদ সুখেন্দুশেখর রায়কেও। তারপরই চূড়ান্ত রায় দেবে আদালত।
  • Link to this news (বর্তমান)