• বাংলাদেশে ১০ কেজি রুপো পাচারের চেষ্টা, গ্রেপ্তার ২ মহিলা
    বর্তমান | ২১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বিধাননগর: ভারত থেকে বাংলাদেশে পাচারের আগেই বসিরহাটের পানিতর সীমান্তে ১০ কেজি রুপোর দানা উদ্ধার করল বিএসএফ। সেই সঙ্গে এই পাচারে যুক্ত থাকার অভিযোগে দু’জন মহিলা পাচারকারীকে পাকড়াও করা হয়েছে। ধৃতদের বাড়ি উত্তর ২৪ পরগনা জেলায়। বিএসএফ জানিয়েছে, উদ্ধার হওয়ায় রুপোর বর্তমান বাজার মূল্য প্রায় ৮ লক্ষ ৩৬ হাজার টাকা। জেরায় ধৃতরা বিএসএফকে জানিয়েছে, এই চোরাচালান করতে পারলে তারা দু’জন ৬০০ টাকা করে কমিশন পেত। সেই লোভে পড়েই পাচার করছিল। কিন্তু, পাচারের আগেই বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে যায়। বিএসএফ জানিয়েছে, গোয়েন্দাদের কাছে খবর ছিল, বসিরহাটের পানিতর সীমান্ত এলাকায় পাচার হতে পারে। সেইমতো সোমবার সীমান্তের জওয়ানরা সমস্ত জায়গায় সকলকে সতর্ক করে দেয়। সকলে কড়া নজরদারি শুরু করেন। ডিউটি​​ চলাকালীন, জওয়ানরা দেখেন, দু’জন মহিলা সন্দেহজনকভাবে ভারত থেকে বাংলাদেশের দিকে যাচ্ছে। জওয়ানরা তাদের থামতে বলেন। কিন্তু, ‌জওয়ানদের দেখেই, তারা জোরে পালানোর চেষ্টা করে। যদিও হাতেনাতে দুই মহিলাকেই ধরে ফেলা হয়। তারপর বিএসএফের মহিলা কনস্টেবল তল্লাশি করেন। এক মহিলা চোরাকারবারির অন্তর্বাস থেকে রুপোর দুটি প্যাকেট উদ্ধার হয়। ধানখেত থেকে উদ্ধার করা হয় আরও দুটি প্যাকেট। ধৃতদের এবং বাজেয়াপ্ত রুপো ঘোজাডাঙ্গায় শুল্ক দপ্তরের কাছে হস্তান্তর করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)