• চালক নিয়োগের আগে পুলিসের কাছে মুচলেকা দিতে হবে ক্যাব সংস্থাগুলিকে
    বর্তমান | ২১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: এবার অ্যাপ পরিচালিত ক্যাবে চালক নিয়োগের আগে সংশ্লিষ্ট ক্যাব-সংস্থাকে এই মর্মে সার্টিফিকেট দিতে হবে যে, গত সাত বছরে তিনি কোনও অপরাধে জড়িত নন। আর জি কর কাণ্ডের পর কলকাতায় কর্মরতা মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে এই সিদ্ধান্ত কার্যকর করার পথে হাঁটছে লালবাজার। পাশাপাশি, চালক ও হেল্পার নিয়োগের আগে তাঁদের ভোটার কার্ড, প্যান কার্ড, ঠিকানার প্রমাণপত্র নিতে হবে। এমনকী চালক, হেল্পারের কোনও নেশা থাকলে তাও জেনে নিতে হবে। মঙ্গলবার লালবাজারে কলকাতা পুলিসের ডিসি (ট্রাফিক) ওয়াই এস জগন্নাথ রাও বিভিন্ন ক্যাব সংস্থার পাশাপাশি অপারেটরদের নিয়ে এক জরুরি বৈঠক করেন। সেখানেই তিনি এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন। এ প্রসঙ্গে ওয়াই এস জগন্নাথ রাওয়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কর্মরতাদের সুরক্ষাই আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই ক্যাবের চালকদের কোনও অপরাধ যোগ আছে কি না, তা দেখা হবে।’ এদিনের বৈঠকে কলকাতা পুলিস ক্যাব সংস্থাগুলিকে জানিয়ে দিয়েছে, এসব গাড়িতে প্যানিক বাটন, ১০০ ডায়াল, ট্রাফিক হেল্পলাইন, চালক ও হেল্পারের ছবি, সচিত্র পরিচয়পত্র, সিসি ক্যামেরা, জিপিএস লাগাতে হবে। যাতে বিপদের সময় মহিলা আরোহীরা সাহায্য নিতে পারেন। এদিকে, লালবাজারের বৈঠকের পাশাপাশি মঙ্গলবার সকাল থেকেই কালো কাচ ও পর্দা লাগানো গাড়ির বিরুদ্ধে অভিযানে শামিল হন কলকাতা পুলিসের ২৫টি ট্রাফিক গার্ডের অফিসাররা। এখন থেকে এই অভিযান চলবে বলে জানা গিয়েছে।
  • Link to this news (বর্তমান)