• হাসপাতালের নিরাপত্তা অবসরপ্রাপ্ত সেনা ও পুলিসের হাতে দিতে চায় রাজ্য
    বর্তমান | ২১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: সদ্য অবসরপ্রাপ্ত সেনা ও পুলিস অফিসারদের হাতেই বাংলাজুড়ে হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব তুলে দিতে চাইছে রাজ্য সরকার। আর জি কর কাণ্ডের জেরেই রাজ্যের হাসপাতাল এবং মেডিক্যাল কলেজের নিরপত্তা ব্যবস্থা ঢেলে সাজার সিদ্ধান্ত নিল নবান্ন। ঘটনাচক্রে সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি কর হাসপাতালে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দিনেই এই পদক্ষেপ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে প্রশাসনের একাংশ। উল্লেখ্য, স্বাধীনতা দিবসের রাতে আর জি কর হাসপাতালে ভয়াবহ ভাঙচুরের ঘটনায় সুপ্রিম কোর্টে মঙ্গলবারই প্রশ্নের মুখে পড়তে হয়েছে কলকাতা পুলিসকে। এদিন রাজ্য পুলিসের এডিজি (আইন-শৃঙ্খলা) মনোজ ভার্মা সমস্ত জেলার এসপি এবং কমিশনারেটের সিপিদের এক জরুরি বার্তা পাঠিয়েছেন। তাতে গত দু’বছরের মধ্যে এরাজ্যের পুলিস থেকে অবসর নেওয়া ইনসপেক্টর, ডিএসপি, অ্যাডিশনাল এসপিদের পাশাপাশি আর্মি, এয়ারফোর্স ও নেভির ইচ্ছুক, অবসরপ্রাপ্ত ‘ফিট’ অফিসারদের নামের তালিকা তৈরি করতে বলা হয়েছে।  পাশাপাশি, ২৪ আগস্টের মধ্যে প্রত্যেক জেলার এসপি এবং সিপিদের সেই তালিকা নবান্নে মেল করার নির্দেশ দেওয়া হয়েছে। কলকাতা শহরে অবস্থিত মেডিক্যাল কলেজগুলির নিরাপত্তা দেখভালের জন্য ইনসপেক্টরের নেতৃত্বে পুলিস ফাঁড়ি রয়েছে। কিন্তু রাজ্য পুলিসের এলাকায় হাসপাতাল ও সুপার স্পেশালিটি হাসপাতাল এবং জেলা হাসপাতালের নিরাপত্তার ক্ষেত্রে স্থানীয় থানাই একমাত্র ভরসা। অর্থাৎ রাজ্য পুলিসের আওতাভুক্ত হাসপাতালগুলি তুলনায় কিছুটা অরক্ষিতই।
  • Link to this news (বর্তমান)