• সায়েন্স টেম্পার ডে পালিত
    বর্তমান | ২১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: কুসংস্কার-বিরোধী, যুক্তিবাদী চিকিৎসক নরেন্দ্র দাভোলকরের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মঙ্গলবার দেশজুড়ে ন্যাশনাল সায়েন্স টেম্পার ডে (এনএসটিডি) পালিত হল। এনএসটিডির সপ্তম বর্ষে জোর দেওয়া হয়েছে কলকাতা সায়েন্স টেম্পার ডিক্লারেশনের উপরে। আয়োজক অল ইন্ডিয়া পিপলস সায়েন্স নেটওয়ার্কের দাবি, কেন্দ্রীয় সরকার এখনও ইন্ডিয়ান নলেজ সিস্টেমের নামে কুসংস্কার, পরাবাস্তব চর্চার পথ সুগম করে চলেছে। তার ফলে আইআইটি মান্ডিতে পুনর্জন্ম, শরীরবহির্ভূত অনুভূতি (আউট অব বডি এক্সপেরিয়েন্স), বেনারস হিন্দু ইউনিভার্সিটির আয়ুর্বেদ ফ্যাকাল্টির অধীনে ভূতবিদ্যা অন্তর্ভুক্ত করা হয়েছে। ছ’মাসের এই সার্টিফিকেট কোর্সে আয়ুর্বেদ এবং অ্যালোপ্যাথি চিকিৎসকদের মনোচিকিৎসক করে তোলার আড়ালে কার্যত ওঝা তৈরির করার চেষ্টা হচ্ছে। দাভোলকর এই কুসংস্কারের বিরুদ্ধেই লড়ে আসছিলেন। ফলে এনএসটিডির গুরুত্ব এবং তাৎপর্য আরও বেড়ে চলেছে বলে দাবি আয়োজকদের।
  • Link to this news (বর্তমান)