• চালু বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্প
    বর্তমান | ২১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: মঙ্গলবার বারাসত ১ ব্লকের কোটরা পঞ্চায়েতে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের উদ্বোধন হল। এদিন পঞ্চায়েতের গোপালপুরে এই প্রকল্পের উদ্বোধন করেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার ও খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। জানা গিয়েছে, এতদিন কোটরা পঞ্চায়েত এলাকার বাসিন্দারা বাড়ির আবর্জনা নির্দিষ্ট কোনও জায়গায় ফেলতেন না। ফলে পরিবেশ অপরিচ্ছন্ন হয়ে থাকত। সেই পরিস্থিতির পরিবর্তন ঘটাতে তাই গ্রামীণ এলাকাতেও বর্জ্য প্রক্রিয়াকরণ প্রকল্পে জোর দিয়েছে রাজ্য। প্রাথমিকভাবে পঞ্চায়েতের চারটি বুথ এলাকা নিয়ে এই প্রকল্প শুরু হয়েছে। এতে প্রায় ১২০০ মানুষ উপকৃত হবে। এদিনের অনুষ্ঠানে খাদ্যমন্ত্রী ও সাংসদ ছাড়া উপস্থিত ছিলেন কোটরা পঞ্চায়েতের প্রধান রফিউল সর্দার, বারাসত ১-এর বিডিও রাজীব দত্তচৌধুরী প্রমুখ। এদিন পঞ্চায়েতের পক্ষ থেকে পচনশীল এবং অপচনশীল আবর্জনা ফেলার জন্য নীল এবং সবুজ বালতি এলাকার প্রতিটি বাড়ির মহিলাদের হাতে দেওয়া হয়েছে। খাদ্যমন্ত্রী রথীন ঘোষ বলেন, আবর্জনার সমস্যা গ্রামীণ এলাকাতেও দেখা দিচ্ছে। ফলে মানুষের স্বার্থে এর উদ্বোধন। সাংসদ ডাঃ কাকলি ঘোষদস্তিদার বলেন, আগামী দিনে এই পঞ্চায়েতের বাকি এলাকাতেও এই প্রকল্প চালু করা হবে।
  • Link to this news (বর্তমান)