• অবরোধ ও বিক্ষোভের জেরে দীর্ঘক্ষণ বন্ধ সোদপুর ট্রাফিক মোড়, ভোগান্তি
    বর্তমান | ২১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর ও বরাহনগর: আরজিকর-কাণ্ডে শাস্তির দাবি ও ফুটবল সমর্থকদের উপর পুলিসি লাঠিচার্জের প্রতিবাদে ফের বি টি রোড পথ অবরোধ করল জনতা। তাঁরা ইস্টবেঙ্গল, মোহনবগান ও মহামেডান ক্লাবের জার্সি পড়ে জাতীয় পতাকা হাতে বিক্ষোভ দেখায়। সোদপুরের ট্রাফিক মোড়ে প্রায় দেড় ঘণ্টা ধরে চলে বিক্ষোভ। পরে অবশ্য পুলিসি হস্তক্ষেপে অবরোধ ওঠে। ঘটনার জেরে রাতে বাড়ি ফিরতে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের। অন্যদিকে, এদিন বি টি রোডের উপর কলকাতাগামী সিঁথির মোড়ও দীর্ঘক্ষণ এই তিন ক্লাব সমর্থকদের বিক্ষোভের জেরে অবরুদ্ধ হয়ে পড়ে।

    স্থানীয় ও পুলিস সূত্রে খবর, এদিন রাত ৯টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত চলে পথ অবরোধ। পানিহাটি বিধানসভা অঞ্চলের ইস্টবেঙ্গল, মোহনবাগান ও মহামেডান ক্লাবের সমর্থকেরা জার্সি পড়ে ও জাতীয় পতাকা নিয়ে সোদপুর ট্রাফিক মোড়ে বিটি রোডের উপর রাস্তা আটকে বিক্ষোভ দেখান। ধর্ষণ ও হত্যার ঘটনার পিছনে জড়িতদের অবিলম্বে শাস্তির দাবিতে শ্লোগান দিতে থাকেন। স্থানীয় বাসিন্দারাও বিক্ষোভে অংশ নেন বলে খবর। অবরোধের জেরে প্রথম দিকে বারাকপুরের দিক থেকে কলকাতাগামী লেন অবরুদ্ধ ছিল। তবে শেষের দিকে ভিড় বাড়ায় দুটি লেন অবরুদ্ধ হয়ে গিয়েছিল। ঘটনার জেরে বাড়ি ফেরার পথে দুর্ভোগের মধ্যে পড়তে হয় নিত্যযাত্রীদের। সিবিআই তদন্ত হাতে নেওয়ার পরও কেন এভাবে বার বার রাস্তা অবরোধে করে যাত্রীদের ভোগান্তি বাড়ানো হচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ওই সময় একাধিক লরি চলে ওই পথে। সেগুলিও রাস্তায় দীর্ঘক্ষণ দাঁড়িয়েছিল। তীব্র যানজট হয় বি টি রোডে। অন্যদিকে, সিঁথির মোড়েও তিন দফায় ১১টা পর্যন্ত অবরোধ চলে। এখন রাস্তা ক্লিয়ার। পুলিস জানিয়েছে, আটটা থেকে অবরোধ শুরু হয়। তিন দফায় রাস্তা অবরোধ হয়েছিল। কখনও এক লেন, দুই লেন পুরোপুরি বন্ধ হয়ে যায় বিক্ষোভের জেরে।
  • Link to this news (বর্তমান)