• ভাঙা নদীবাঁধ, প্লাবিত কাকদ্বীপের গ্রাম
    বর্তমান | ২১ আগস্ট ২০২৪
  • সংবাদদাতা, কাকদ্বীপ: ভাঙা নদীবাঁধ দিয়ে নোনা জল ঢুকে প্লাবিত হল কাকদ্বীপের ৮ নম্বর ত্রিলোকচন্দ্রপুর এলাকা। প্রায় ৫০টি বাড়ি জলমগ্ন হয়ে পড়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাসখানেক আগে মুড়িগঙ্গার নদীবাঁধের প্রায় ১০ ফুট অংশ ভেঙে গিয়েছে। জোয়ারে জলস্তর বাড়লেই ওই জায়গা দিয়ে এলাকায় জল ঢুকছে। তখন এই গ্রামের বাসিন্দারা ঘরের জিনিসপত্র খাটের উপর তুলে দিয়ে বাড়ির বাইরে কাটাতে বাধ্য হচ্ছেন। এভাবেই চলছে দিনের পর দিন। ভাটা শুরু হলে জল নেমে যাচ্ছে। তখন আবার তাঁরা যে যাঁর বাড়িতে ফিরে আসছেন। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিষয়টি নিয়ে বিভিন্ন সরকারি দপ্তরে জানিয়েও কোনও সুরাহা হয়নি। 

    পার্বতী বিশ্বাস নামে স্থানীয় এক গৃহবধূ বলেন, ‘ছোট শিশুদের নিয়ে সারাক্ষণ আতঙ্কের মধ্যে থাকতে হচ্ছে। নদীর জল বাড়তে শুরু করলেই পরিবারের সবাইকে নিয়ে বাড়ি ছেড়ে পালাতে হচ্ছে। তবে দিনের চেয়ে রাতের বেলায় সবচেয়ে বেশি সমস্যা হচ্ছে। জল ঢুকে গেলে বাড়িতে রান্নাবান্নার উপায় থাকে না। জোয়ার আসার আগেই রান্না করে খাওয়াদাওয়া সেরে ফেলতে হয়। গবাদি পশু আছে। সেগুলির জন্যও চিন্তা হয়।’  এ বিষয়ে সংশ্লিষ্ট শ্রী শ্রী রামকৃষ্ণ গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপ্তি দাস বলেন, ‘বিষয়টি নিয়ে সেচদপ্তরের সঙ্গে আলোচনা করা হয়েছে। শীঘ্রই ওই নদীবাঁধ মেরামতির কাজ শুরু হবে।’ 

    অন্যদিকে, পাথরপ্রতিমার গোবর্ধনপুরেও ভাঙা নদীবাঁধ দিয়ে গ্রামে জল ঢুকেছে। সাগরের কশতলায় বাঁধের একাংশে ধস নামে। জরুরি ভিত্তিতে ওই নদীবাঁধ মেরামত করা হয়েছে।
  • Link to this news (বর্তমান)