• আউটডোর স্বাভাবিক, উলুবেড়িয়া মেডিক্যালে পুলিসের উইনার্স টিম
    বর্তমান | ২১ আগস্ট ২০২৪
  • নিজস্ব প্রতিনিধি, হাওড়া ও সংবাদদাতা, উলুবেড়িয়া: জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি অব্যাহত রয়েছে। মঙ্গলবারও হাওড়া শহর ও গ্রামীণ এলাকার বিভিন্ন হাসপাতালে আউটডোর বিভাগে টানা পরিষেবা দিয়েছেন সিনিয়র চিকিৎসকরা। পাশাপাশি এদিন থেকে উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে রোগী ও চিকিৎসকদের নিরাপত্তায় মোতায়েন করা হয়েছে মহিলা পুলিসের উইনার্স টিম।

    এদিন বিভিন্ন হাসপাতালের আউটডোর বিভাগে রোগীদের উপচে পড়া ভিড় ছিল। সকাল থেকেই হাওড়া জেলা হাসপাতালের আউটডোর ও ইমার্জেন্সিতে রোগী পরিষেবায় ব্যস্ত ছিলেন চিকিৎসকরা। হাসপাতালের আউটডোর বিভাগের সামনে বসে রোগী দেখেন সুপার নারায়ণ চট্টোপাধ্যায় সহ সিনিয়র চিকিৎসকেরা। পাশাপাশি দক্ষিণ হাওড়া স্টেট জেনারেল হাসপাতাল, টি এস জয়সওয়াল হাসপাতালের আউটডোরেও রোগী পরিষেবা ছিল স্বাভাবিক। উলুবেড়িয়ার শরৎচন্দ্র মেডিক্যাল কলেজ ও হাসপাতালে এদিন হাওড়া গ্রামীণ পুলিসের তরফে ১০ থেকে ১৫ জনের মহিলা পুলিস কর্মীদের স্পেশাল উইনার্স টিম মোতায়ন ছিল। শুধু এই হাসপাতালই নয়, গ্রামীণ হাওড়ার অন্যান্য হাসপাতালেও টহলদারি চালায় বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিসের এই দল। মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাশাপাশি অমরাগুড়ি বিভূতিভূষণ ধর হাসপাতাল, আমতা গ্রামীণ হাসপাতাল, বাগনান গ্রামীণ হাসপাতাল সহ বিভিন্ন ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে এদিন রোগী পরিষেবা স্বাভাবিক ছিল বলে জানা গিয়েছে। চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে প্রতিবাদ কর্মসূচি পালন করেন চিকিৎসকরা। তবে বহির্বিভাগের পরিষেবা চালু ছিল। -নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)